নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কি খবর সাগর যেমন আছো। এই দুপুরে কই যাউ?
-আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন? আর ভাইয়া বাড়ির বাইরে আসলাম একটু। মা গোসল করালো মাত্র,শীতের দিন বলে কথা।
-চকলেট খাবা!
না ভাইয়া আমি এখন খাবোনা।
মাত্র ৪ বছরের বালক, খুব চিন্তায় পরে গেলাম কি করব। মা বারবার বলে অন্যের দেয়া খাবার খাবেনা বাবা।কিন্তু ভাইয়া এমন ভাবে অনুরোধ করছে নিষেধ করেও পারছিনা। ভাইয়া কে বললাম মা যে নিষেধ করেছেন তাই আমি খেতে পারবনা।
তিনি বললেন এক দিন খেলে কিছু হবেনা।আমি তো আর বলে দিচ্ছিনা।
বড় ভাইয়ার এমন কথায় আমি রাজি হয়ে গেলাম।
ভাইয়া আমায় নিয়ে দোকানে গেলেন। ৪ টা চকোলেট হাতে ধরিয়ে আমায় বললেন চল আমার সাথে।
আমিও বাধ্য বালকের মত তার পিছুপিছু গেলাম। কিন্তু একি ভাইয়া আমায় নিয়ে কই যায়?
ভাইয়া আমারা কই যাচ্ছি?
আমরা ঘুরতে যাচ্ছি, ইক্ষু খেতে একটি বিড়াল দেখাবো।
ছোটা বাচ্চা, বাহিরের জগতের প্রতি আমার কোন ধারণাই নাই। কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুজার মত বয়স ছিলোনা সেটা।তবুও যেতে চাইলাম না। কিন্তু ভাইয়া আমায় সাহস দেখালেন তাই যেতে রাজি হলাম।
যেতে যেতে প্রায় মাঝখানে চলে আসি। ভাইয়াকে বললাম বিড়াল কই? কিন্তু একি?
ভাইয়া দেখি গায়ের গেঞ্জি মাটিতে বিছিয়ে রাখল।
ভাইয়া একি করছেন?
তিনি বললেন শুয়ে পর মাটিতে, বিড়াল দেখাচ্ছি।
তারপর আর কি উপুর হয়ে শুয়ে পরলাম। কিন্তু একি ভাইয়া আমার পিছনে কি করছে?
ঠিক কতক্ষন গেলো বলতে পারলাম না।
ভাইয়া বলছেন উঠে পড় বিড়াল চলে গেছে।
হঠাৎ পিছনে তাকিয়ে দেখি একটা লোমশ মাংসপিন্ড। কিন্তু কি সেটা আমি বুজিনি।
ভাইয়া বললেন এই কথা কাউরেই বলবেনা।
আমিও বাধ্য ছেলে হয়ে বাসায় চলে আসলাম..............
আজ অনেক ধর্ষণের খবর প্রকাশ হচ্ছে তবে এই ধর্ষণ আজ থেকে অনেক আগে থেকেই হয়ে আসছে।আর মুখ বুজে সহ্য করছে সমাজের হাজারো সাগর,সাগরী।এর প্রতিকার কি হবে? কে নেবে এই দায়িত্ব দেশ?আইন?সমাজ?সরকা?
বিঃদ্রঃ কাহিনিটা গল্পের মত করতে পারিনি, খুব কাছের এক জনের জবানবন্দি থেকে লিখা এই কথা গুলো।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: !!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
সাইন বোর্ড বলেছেন: এটা বাড়ছেই...
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লেখাটি ভাল লাগেনি। তবে এরকম ঘটনা হয়, হয়েছে...