![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।
আমার টাকা কোথায় রাখি?
মানিব্যাগে।
কিন্তু মানিব্যাগে টাকা রাখার অনেক সমস্যা আছে।
মানিব্যাগ হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে।
সবচেয়ে বড়ো সমস্যা মানিব্যাগে থাকলে টাকা বেশি খরচ হয়।
এর চেয়ে টাকা মোবাইলে রেখে দেয়া অনেক সুবিধার।
মোবাইল হারালেও টাকা হারাবে না।
(কারণ পিন নম্বর ছাড়া কেউ টাকা তুলতে পারবে না)
মোবাইল চুরি হলেও টাকা থেকে যাবে।
সবচেয়ে বড়ো সুবিধা মোবাইল এক ধরণের ব্যাংকের মতো। এর নাম মোবাইল ব্যাংকিং। মোবাইলে টাকা রেখে দিলে এক টাকা হলেও সেভ হয়। নগদ টাকা হাতে নিয়ে নাড়াচাড়া করার চেয়ে মোবাইলে টাকা রেখে দেয়া অনেক ভালো।
সঞ্চয়ে সুবিধা হয়।
আর পিপড়াও পর্যন্ত সঞ্চয় করে।
কাজেই সঞ্চয়ে সমৃদ্ধি এই কথা কে না জানে?
বিকাশে আপনার টাকা ভালোই থাকবে। ''অর্থ'' হবে অর্থবহ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
মশিকুর বলেছেন:
হুম ভাল বুদ্ধি