নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

halim21cen

halim21cen › বিস্তারিত পোস্টঃ

কলমী বন্ধু নয় মোবাইল ফোনের বন্ধু

২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩

বলা যায় Pen Friend বা কলমী বন্ধুর যুগ এখন প্রায় শেষ। এখন Phone Friend এর যুগ। কলমী বন্ধুর কথা অনেক শুনেছি কিন্তু সে রকম কোন বন্ধুর সাথে বন্ধু্ত্ত্বের সুযোগ না হলেও মোবাইল ফোনের এই যুগে মোবাইলে একটি মেয়ের সাথে বন্ধুত্ত্বের সুযোগ হয়েছে আমার।

আপনার হাতে সময় থাকলে কিছু সময় সেই বন্ধুটির কথা শোনার জন্য আমাকে দিতে পারেন.................।

হ্যাঁ অবশ্যই সে একজন মেয়ে বন্ধু।

২০০৮ সালের ৭ জানুয়ারী, সকাল বেলা.. হঠাৎ একটি আননোন নাম্বার থেকে মিস কল, নিজের কারো জরুরী প্রয়োজন হতে পারে ভেবে ব্যাক করলাম, ব্যাস সেই সুযোগে মেয়েটির সাথে অনেক বাকবিতন্ডসহ পরিচয় হয়ে গেল। শুরু হল একটি অজানা সম্পর্কেরও।

গাজীপুরের কালীগঞ্জের 'শান্তা' নামের বন্ধুটি পচন্ড রকমের সমব্যাথী ও ত্যাগী টাইপের।

যদিও ইন্টারনেটের অনেক জায়গায় আমার উপস্থিতে ছবি এমনকি ভিডিও পর্যন্ত আছে কিন্তু এখনো কেউ কারো ছবি পর্যন্ত দেখিনি। কারণ এখন পযর্ন্ত নেট জগতে তার পদচারণা পড়েনি।

তবুও কি জানি এক গভীর বন্ধনে আবদ্ধ আমরা।

৭ জানুয়ারী ২০১১ তারিখে আমাদের বন্ধুত্ত্বের তিন (৩) বছর পূর্ণ হবে।

ঐ দিন দেখা করার পরিকল্পনা আছে আমাদের..............

পাঠকদের কাছে পরামর্শ চাচ্ছি আসলে দেখা করাই ভাল হবে নাকি যেমন আছি তেমন টিই ভালো.!!!!!!!!!!!!!!!?????????!!!!!!!!

--------------

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮

টেকি মামুন বলেছেন: প্রেম টেমের চিন্তা থাকলে তাড়াতাড়ি দেখা করেন না হয় পরে পস্তাইতে পস্তাইতে মরবেন ।

০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৫

halim21cen বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৫

টেকি মামুন বলেছেন: আমার মনে হচ্ছে দেখা করে সম্পর্কের একটা রুপ রেখা দিয়ে দেন ;)

আমি কিন্তু ও মোবাইলেই সম্পর্ক হয়েছে তবে প্রথমে দেখা হয়েছে মুল সম্পর্ক হয়েচে মোবাই্লেই ।

০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৫

halim21cen বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৬

ম.শরীফ বলেছেন: যদি প্রেম করতে চান তাহলে দেখা করেন। আর তা না হলে দেখা করার দরকার নাই।

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৩

halim21cen বলেছেন: আমিও মনে মনে তাই ভাবছি..
কিন্তু সমস্যটা হচ্ছে আমি তাকে আমার সম্পর্কে যা বলেছি সবই সত্যি অথচ তার সাথে দেখা না করলে আমি মিথ্যা প্রমাণিত হচ্ছে....... সমস্যাটা একটু ভাবুন...........!!!!!!!

৪| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৩

ছিচকা চোর বলেছেন: দুইদিন আগে মোবাইল প্রেম নিয়ে একটা পোস্ট দিছিলাম। পুরোটাই আমার বাস্তব অভিজ্ঞতা। পোস্টটি পড়ে নিন। আপনার পড়া অতীব জরুরী।

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৯

halim21cen বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৩

টুম্পা সাড়া বলেছেন: যেমন আছেন তেমনই থাকেন।

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৬

halim21cen বলেছেন: আপনার কথা শুনে সাহস পাচ্ছি.......
ধন্যবাদ

৬| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৭

ছিচকা চোর বলেছেন: উপরের লিঙ্কটা কাজ না করলে এখানে ক্লিক করুন।

৭| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২১

জেরী বলেছেন: না দেখা করার দরকার নাই....কিছু কিছু রিলেশন দেখা কিংবা চেনা-জানার বাইরে থাকলে উভয়ের জন্যই ভালো হয়।

দেখা করার পর দেখবেন অনাকাঙ্খিতভাবে খানিকটা কনফিউজড ও হয়ে যাচ্ছেন :(

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১১

halim21cen বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেনতো.............?????

৮| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৫

বিজ্ঞান বলেছেন: মোবাইলে কথা না দেখেই প্রেম অতঃপর ২১ দিনের মাথায় দেখা এবং ২২ দিনের মাথায় মাকে ছবি দেখিয়ে সম্মতি আদায় .......৫ মাসের মাথায় দেশ ত্যাগ ...............২২ মাস পরে দেশে ফিরত ................সাড়ে ২২ মাসে বিয়া........বিয়ার ২৫ দিনের মাথায় আবার দেশ ত্যাগ........গত ২৪ তারিখ বিয়ার ৫ মাস পূর্ন । আঁশা করতেছে মে মাসের ১ম সপ্তাহে প্রেমিকাটি ........প্রবাসে আসায়া পৌছাইবেক........... !:#P !:#P !:#P !:#P

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৩

halim21cen বলেছেন: সাবাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৯| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৫

ইভা লুসি সেন বলেছেন: age dekha koren
valo lagle samne agan
r jodi apnar kono relation thake tobe dekha na karai valo
r jodi mobile er meyetir sathe relation kara ecce thake tobe DEKHA karen

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৭

halim21cen বলেছেন: Khub sundor poramorshow.
Onek Dhonnobad.

১০| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৯

নতুন বলেছেন: আমার এক SMS ফ্রন্ড ছিলো....যার সাথে আমি কখনো দেখা করিনি

এমুন কি কল করে কথাও বলিনি..... কারন আমরা সুধু SMS ফ্রন্ড ই ছিলাম....

প্রায় ৫ বছর ধরে আমাদের যোগাযোগ ছিলো.... এখন নাই... বিয়া কইরা সে সংসারী হয়েছে... :)

@ লেখক ::>>> আপনার যদি সম্পক` আগে নেবার ইচ্ছা থাকে সুধু তাহলেই দেখা করবেন... নতুবা দরকার নেই....

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০২

halim21cen বলেছেন: হুম.............. সেও তো মাঝে মধ্যে তার বিয়ে সাধির পরোক্ষ ভয় দেখায়।

সম্পর্ক এগিয়ে নেয়ার যে বিষয় টি তাহলো........ আসলে ফোন ফ্রেন্ড এর শখটিকে যদি গুরুত্ব দিই তবে আমি নিজেও চাচ্ছি আমাদের এই
সম্পর্কটা দীর্ঘ্যজীবি হোক........

১১| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫১

হিংস্র বলেছেন: দেখা করলে বিরাট ধাক্কা খাওয়ার সম্ভবনা আছে। B:-) B:-)

২৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৩

halim21cen বলেছেন: তাইতো....... বিরাট ধাক্কা খাইলে তো আবার দুমড়ে মুচড়ে যাবার সম্ভাবনাও আছে........
ধন্যবাদ

১২| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০৪

আঁধার রাত বলেছেন: ভাইরে যে সকল মেয়েদের ডিমান্ড ভাল অর্থাৎ দেখতে ও অনান্য গুলো ভাল তার ঠিক বুঝতে পারে না কেন তার নাম্বারটা এলাকার বা দেশ বিদেশের ছেলেদের হাতে চলে যায়। যেন দিনের আলো লুকাতে হলে বিশেষ কিছু করতে হয়। আরে সুন্দরী মেয়েকে ফোন করার কত জন..................আছে।
আর যে চলে না সে এখানে ও খানে ঠু মারে। আমার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে এটুকু বুঝতে পারি যে আফ্রিকান সুন্দরী, নাক বোচা, চোখ টেরা আর দাঁত উঁচু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
যায় হোক অভিজ্ঞতা থেকে বললাম.................ভেবে দেখবেন।

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১০

halim21cen বলেছেন: ভাই,
আমারও তাই সন্দেহ হয়। আবার ভাবি বন্ধুত্ত্বে আবার সন্দেহ কী.... আর বন্ধু তো বন্ধুই এ ব্যাপারে কী বলেন?????

আপনার অভিজ্ঞতাসহ পরামর্শের জন্য ধন্যবাদ.....

১৩| ২৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৯

মাহবু১৫৪ বলেছেন: দেখা না করাটাই ভাল । এতে আপনি না চাইলেও রিলেশন টা প্রেমের দিকে ফড়াতে পারে । মেয়ে টার ইচ্ছা থাকতেই পারে।

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১৭

halim21cen বলেছেন: আসলে আগ্রহ দেখে তো ইচ্ছা থাকার সম্ভাবনাই মনে হয়.....
তাহলে বলছেন দেখা না করাই ভাল হয়?????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.