![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাদ্রাসা ছাত্রই হোক আর ধর্ম বিদ্বেষীই হোক, তাদের জন্য কোন সরকার আজ পর্যন্ত কোন মোটিভেশন প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে কি? কিংবা নিলে সেখানে কতটাকা খরচ করা হয়েছে এবং কিভাবে খরচ করা হয়েছে তা জাতির জানা উচিত। আর না করা হয়ে থাকলে, অথবা জেনেশুনে সব অন্যায়কে এতদিন প্রশ্রয় দিয়ে হঠাৎ করে একদিন তাদেরকে জেলে পুরলে কিংবা গুলি করলেই কি সমাজ থেকে এসব বন্ধ হয়ে যাবে? সভ্য যে কোন দেশের দাবীদারকে সমাজে আইন শৃংক্ষলা বজায় রাখতে, মানুষকে মানবিক গুনাবলীর অধিকারী করতে পুথিগত বিদ্যার বাইরেও ব্যাপক মোটিভেশন কোর্স বা প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হয়। কেননা, 'বন্দুকের নলই সব ক্ষমতার উতস যেমন নয়, তেমনী সব সমস্যার সমাধানও নয়' বটে!
©somewhere in net ltd.