![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকার বোষ্টনে গতকালের কাপুরুষোচিত বোমা বিস্ফোরনে নিউইয়র্ক পোষ্ট ছাড়া প্রশাসনের মোটামুটি সকলেই দায়িত্বশীল কথাবার্তা বলছেন, সাংবাদিকদের শত উস্কানির মুখেও তদন্ত শেষ হবার আগে হঠাৎ করেই কাউকে দোষ চাপিয়ে বক্তব্য দেয়া থেকে কঠিনভাবে চেষ্টা করেছেন। সে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর তীব্র নিন্দা জানাই যে বা যারা এ নিষ্ঠুর ঘটনার জন্য দায়ী তাদেরকে, আশা করি বদমাইশদেরকে খুজে বের করে দ্রুত সাজা নিশ্চিত করা হবে। আর ঘটনা থেকে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্লগার, মোল্লা, পুরোহিত সহ সকলেই শিক্ষা গ্রহন করবেন।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
হুমায়ুন তোরাব বলেছেন: eta al-chummah namok ek muslim country krese,tar upore ekhoni hamla hobe sontras thekanor jonne.
faul post..
oi bal sal america thaika amago bangladesh bohut valo.
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
আব্দুল হালিম মিয়া বলেছেন: এর আগে ওকলোহোমাতে এবং ইরাকের ক্ষেত্রে যে ভুলটা তারা করেছে, এক্ষেত্রে সেখান থেকে কিছুটা হলেও উত্তরন দেখা যাচ্ছে। এখানে কোন কিছু ঘটলে উত্তর আমেরিকার বাসিন্দা মুসলমানেরাই সবচেয়ে বেশী টেনশনে থাকে, কারন ঝড়টা তাদের উপর দিয়ে সরাসরি যায়। গতকাল টিভিতে কয়েক ঘন্টাব্যাপি তাদেরকে সাংবাদিকেরা প্রচুর খুচানোর পরও তাদেরকে দিয়ে এখন পর্যন্ত মুসলমান বা এরকম কাউকে দায়ী করে অগ্রিম বক্তব্য দেয়াতে পারে নাই। পরে কি বলবে সেটা এখনো বুঝা না গেলেও এখানকার সকল মুসলমানেরা অন্তত ইয়া নাফসি ইয়া নাফসি করছে যাতে সেটা না ঘটে। সুতরাং পোষ্টিং এর গভীরতা না বুঝতে পারলে মন্তব্য থেকে বিরত থাকবেন আশা করি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
রিওমারে বলেছেন: তদন্ত শেষে প্রমানিত হবে এটা কোণ মুসলিম সংগঠনের পরিকল্পিত কাজ। সুতারং সেই দেশকে ড্রোন হামলার আওতায় আনতে হবে। সবাই বলেন আমিন।। নাকি বলেন--------?