![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনি বাংগালীর জাতীয় রাষ্ট্র 'বাংলাদেশ' গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন 'নিউক্লিয়াস' তথা স্বাধীন বাংলা বিপ্লবি পরিষদ গঠন করেন, তার সহযোগী ছিলেন আব্দুর রাজ্জাক ও কাজী আরিফ আহমেদ।
আওয়ামী লীগের ৬ দফা, ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা প্রনয়ন, জয়বাংলা শ্লোগান নির্ধারন, এমনকি বংগবন্ধুর ভাষনে 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' সংযোজন করেন ইতিহাসের এই কিংবদন্তি সিরাজুল আলম খান ও তার নিউক্লিয়াস। তিনি ১৯৭১ সালে বিএলএফ ও মুজিব বাহিনীর প্রতিষ্ঠাতাও বটে।
Click This Link
২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১
বাংলার হাসান বলেছেন: উনার আরোগ্য কামনা করছি।
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০
আব্দুল হালিম মিয়া বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত ইতিহাসকে নিভে যাওয়ার আগেই সরকারকে উনার সুচিকিৎসা ও মুল্যায়নের ব্যবস্হা করতে হবে, সময় ফুরিয়ে যাবার আগেই। আপানাদেরকে ধন্যবাদ।
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
সহীদুল হক মানিক বলেছেন: অনেক অমীমাংসিত লুকায়িত রহস্যের এক নিগুড় ইতিহাস । উনার আরোগ্য কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭
খেয়া ঘাট বলেছেন: শুনেছিলামতো উনি কানাডায় ছিলেন।দেশে কবে ফিরলেন।
অনেক অমীমাংসিত লুকায়িত রহস্যের এক নিগুড় ইতিহাস । উনার আরোগ্য কামনা করছি।