নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

দুর্ঘটনা নাকি হত্যা? রাষ্ট্র যখন হন্তারক!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

এ মুহুর্তের ভাবনাঃ নিজে এক সময় রাজনীতির সাথে ছিলাম ভাবতেই গা ঘিন ঘিন করছে, বমি বমি করছে, ওয়াক..............



নীচের লিংকটা ক্লিক করুনঃ



Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

রাজনীতির ভাষা বলেছেন: এ মুহুর্তের ভাবনাঃ নিজে এক সময় রাজনীতির সাথে ছিলাম ভাবতেই গা ঘিন ঘিন করছে, বমি বমি করছে, ওয়াক..............

তথাকথিত রাজনীতিকদেরকে আল্লাহ আপনার মত শুভবুদ্ধি দান করুন। আমিন।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

কামের কথা কন!! বলেছেন: ভাই টি থু থু দিয়ে লাভ নাই যে থু থু দিচ্ছেন দেখেন আপনার নিজের, আমার আর সেটা সাধারন জনগণের উপর পড়ছে। আমরা সবাই থু থু দিয়ে চলে গেলে হবে। এই নষ্ট রাজনীতি বিদ দের প্রতিহত করতে হবে। মাটি কামরা ধরে এদের বিরুদ্ধে চরম প্রতিরোধ গড়ে তুলতে হবে। তখন এই থু থু ওদের গায়ে পরবে। একজন দুইজন করে আসতে হবে যেমনটি হয়েছিল ৭১ এর মুক্তি যুদ্ধে একবারে তো হয় নাই একজন ২ জন করে এসেছে শেষ পর্যন্ত জয় হয়েছে হুম কিছু তো পেতে গেলে কিছু তো খোয়াতে হবে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, ভাইয়েরা। আমি আসলে থুথু দিতে চাই নি, বমি করতে চেয়েছিলাম। এ কারনে যে এসব ঘটনা আজ নুতন নয়। গত ৪২ বছর ধরে চলছে। এর জন্য সম্পুর্ন দায়ী রাজনীতিকরা। সাথে কিছুটা বোকা জনগনও বটে। প্রত্যেক সরকার ক্ষমতায় এসেই তাদের প্রধান এবং সর্বপ্রথম কাজ হয় কিভাবে পরের টার্মে আবার ক্ষমতায় আসা যাবে। আর যারা বিরোধী দলে থাকেন তাদের কাজ হলো, প্রথম দিন থেকেই এমন সব পদক্ষেপ নেয়া যাতে নুতন সরকার একদিনও আর ক্ষমতায় না থাকতে পারে, পরের বার ক্ষমতায় আসাতো দুরের কথা। একটা সরকার বা বিরোধি দল আপনি দেখাতে পারবেন না যে ক্ষমতায় এসেই বাংলাদেশের হাজার হাজার সমস্যার যে কোন একটা নিয়ে সঠিকভাবে প্লান করে একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে সেটা নিবির পর্যবেক্ষবেক্ষণের মাধ্যমে শেষ করার চেষ্টা করেছে। তাহলে ভাবুন, জনগন বা দেশের কোন বাস্তব সমস্যা নিয়েই তারা শুরুই করে না, তাহলে শেষ হবে কিভাবে? শুধু করে দায়সারা রুটিন কাজ আর লুটপাট। তাই একের পর এক একই ধরনের বিপদের সম্মুখিন আমরা হই, কিছুদিন কান্নাকাটি করি, আবার ভুলে গিয়ে 'যেই লাউ সেই কদু'তে ফিরে আসি। সমস্যা থেকেই যায় বছরের পর বছর। তাহলে বলুন এগুলোর দায় শুধু কি ভবন মালিকদের নাকি যারা এসব অবৈধ ভবন তৈরীর সময় দেখেও না দেখার ভান করেছে, টাকা খেয়ে চোখ কান বন্ধ রেখেছে তারা? বিষয়টার গভীরে আমাদের যেতেই হবে, কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.