![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্যাশের সব জায়গায় ভেজাল! ল্যাব রিপোর্টে ভেজাল। ফলমুল, শাক সবজিতে ভেজাল। খাদ্যে ভেজাল। নিঃশাষের বাতাসে ভেজাল। ছাত্রদের পরীক্ষায় ভেজাল। টিভি রিপোর্ট, টকশোতে ভেজাল। সরকারি ফাইল পত্রে ভেজাল। বিসিএস পরীক্ষায় ভেজাল। ড্রাইভিং লাইসেন্সে ভেজাল। ময়না তদন্তে ভেজাল। গনতন্ত্রে ভেজাল। দেশপ্রেমে ভেজাল। বিয়ে-সাদিতে ভেজাল। টাকা পয়সায় ভেজাল। বাস, ট্রাক, লন্চ, গার্মেন্টসের ফিটনেসে ভেজাল। যে কারনে নেতারা যান সিংগাপুর, ব্যাংকক, সৌদিতে তাদের শরীরের ফিটনেস পরীক্ষা করতে। ভরসা পান না দেশের ডাক্তার, ল্যাব রিপোর্টে। সবকিছুতেই সন্দেহ, দোষও দেয়া যায় না। এবার সন্দেহ শুরু হইছে অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত 'রেশমা' কে নিয়ে। ওইডাও ভেজাল কি-না! বেচারী 'রেশমা'। তাকে এখন সাংবাদিক সম্মেলন করে 'নির্ভেজাল' কাপড়-চোপর পাল্টানোর ব্যাখা দেওন লাগতাছে। দোষ কারে দিমু। কারন কোন সরকারইতো জনগনের 'প্রায়োরিটি' গুলানরে প্রায়োরিটি দেয় নাই। খালি দৌড়ায় ভেজাল জনপ্রিয়তার দিকে, শ্যাষ পর্যন্ত হেইডাও কইলাম টিকায়ে রাখতে পারে না। হায়রে খ্যামতা!
২| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৫১
আব্দুল হালিম মিয়া বলেছেন: ভাই সাহাদাত, আপনার মন্তব্যের সাথে আমি ১০০% একমত।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ রাত ৩:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: খাদ্যে ভেজাল কারীদের আমি ফাঁসি চাই।
http://udrajirannaghor.wordpress.com/