নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

বাঙালীদের এই 'মাকুন্দ্যা মার্কা পিছলা চরিত্র' দেখে খুব কৌতুক, হতাশা ও লজ্জাবোধ করি।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

আমি নিজে একজন বাঙালী হয়েও মাঝে মাঝে বাঙালীদের এই 'মাকুন্দ্যা মার্কা পিছলা চরিত্র' দেখে খুব কৌতুক, হতাশা ও লজ্জাবোধ করি। আরে মিয়া, খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস এ চিঠি লিখছে কি লিখে নাই তাতে কি আন্ডা ফালানো গেছে? খালেদা জিয়ারে রাজনৈতিকভাবে ঘায়েল করাডাই বড় হয়্যা গেল? আর যে কারনে ঐ জিএসপি বাতিল করছে, সে কারনগুলা কিছুই না? হাজার হাজার শ্রমিকের জীবনের কোন মূল্য নাই? পাচ বছর ক্ষমতায় থাইকা দেশের কোন একটা সেক্টরে আইনের শাষন কায়েম না করার ব্যর্থতা কিছুই না? ক্ষমতায় আপনারা, আর প্রতিটি ব্যর্থতার দায় দেন বিরোধী দলের? গাছেরডাও খান, আবার তলারডাও কুড়ান? মাইরাও জিতেন, আবার কাইন্দ্যাও জিততে চান? কোথাকার কোন পত্রিকায় খালেদা জিয়া চিঠিপত্র বিভাগে একখান আন্ডা মার্কা চিঠি লিখলো আর তাতেই আপনাগো লাইনের ডেমোক্রাট প্রেসিডেন্ট ওবামা বাংলাদেশের জিএসপি বাতিল কইর‌্যা দিল? এইসব বস্তাপচা কাহিনী বাঙালীদেরই বুঝাইয়া পার পাইলেন, পৃথিবীর অন্য কোন দেশে এইডা সম্ভব হইতো না! আর খালেদা জিয়াই বা কেমন! চিঠি লিখছেন বা আপনার নামে কেউ লিইখ্যা দিছে ওইডা নিয়া এত ত্যানা পেচাইতেছেন কেন? ন্যুনতম সৎ সাহস নাই ওইডা স্বীকার করার? কেমন নীতিহীন সব বাংলাদেশের পলিটিশিয়ানরা!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: কেমন নীতিহীন সব বাংলাদেশের পলিটিশিয়ানরা!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১০

আব্দুল হালিম মিয়া বলেছেন: একমুঠো ধন্যবাদ আপনাকে, খেয়া ঘাট!

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৩

ভোলা বাবা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: কেমন নীতিহীন সব বাংলাদেশের পলিটিশিয়ানরা!

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:২৯

আব্দুল হালিম মিয়া বলেছেন: আপনার লিংক দেখেছি, ওটা নিয়ে আমার কোন দ্বিমত নেই, হাসান কালবৈশাখী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.