নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রফেসর ইউনুস খোলস ছেড়ে বেরিয়ে আসুন, জনগণকে বুঝতে দিন আপনি আসলে কে!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

ডক্টর ইউনুস কাজটা মনে হয় ঠিক করেন নাই। গেয়ে, লেসবিয়ানদের নিয়ে এ মুহুর্তে তার বিবৃতিটা না দিলেই পারতেন। আসলে তার সম্পর্কে আমাদের আরো জানা দরকার। অদুর ভবিষ্যতে তিনি নিজের সম্পর্কে আরো খোলামেলা করে বলবেন বলে আশা করি। তা না হলে জাতি খুব বড় রকমের বিপদে পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হয়। খোলস ছেড়ে বের হয়ে আসুন ডক্টর ইউনুস। জাতিকে আপনার প্রকৃত পরিচয় দিন, তারপর সবাই ডিসিশন নেবে তারা আপনাকে পছন্দ করবে কি করবে না। সেদিন পিযুস বন্দোপধ্যায়ের কন্ঠে একটা কবিতায় আবৃত্তি শুনলাম, "মুহাম্মদ ইউনুসের মত করে বলো, বন্দে মাতরম"। আজ দেখছি গেয়ে, লেসবিয়ানদের ওয়েব সাইট 'গেস্টারনিউজডটকম' এ ডেসমন্ড টুটু, প্রফেসর জডি উইলিয়ামস এবং ডক্টর শিরিন এবাদ এর সাথে যৌথ বিবৃতি। আবার অন্যদিকে বাংলাদেশে ইসলাম ধর্মীয় লেবাসধারীদের সাথে গাটছড়া। বিষয়গুলো ঠিক মিলছে না। সবাই কেমন যেন রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যাক্তিগত হীনস্বার্থে একে অপরের সাথে গাটছড়া বাধছে যদিও ভেতরে রয়েছে পারস্পরিক চরম বৈরী আদর্শগত সম্পর্ক। এদিক থেকে ভারতের নোবেল জয়ী অমর্ত্য সেন ব্যাতিক্রম। প্রফেসর ইউনুস খোলস ছেড়ে বেরিয়ে আসুন, জনগণকে বুঝতে দিন আপনি আসলে কে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

ভ্রমন কারী বলেছেন: :( :( :( :(

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সাকার ব্যাপারেও কি কিছু বলেছিল ...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.