![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিল্কি হত্যার মর্মান্তিক ঘটনায় ভাগ্যিস সিসি ক্যামেরা ছিল, নইলে কি অইতো? রাজনৈতিক বেশ্যাবৃত্তি হইতো। কারন ঐ কিলাররে যে পাঠাইছিলো সে মনে হয় শুধু খুন করার জন্যই পাঠায় নাই, রাজনৈতিক খানকিপনাও করতে চেয়েছিল, তা না হইলে মুম্বাই সিনেমার স্টাইলে গুলি করতে পারলো, পোশাকটা সেই স্টাইল হইলো না কেনো? এতো এতো বলিউড/হলিউড, কাউবয়/ড্যাশিং/ফ্যাশিং পোশাক রাইখা কেন বেছে নিলো সাদা পাজামা পান্জামি আর মাথায় টুপি। পৃথিবীতে যত খারাপ কাজ হয়, দাড়ি, টুপি, পান্জাবি পরাওয়ালারাই করে তাই না? গ্লোবাল রাজনীতিতে ইহুদি, মার্কিন সাম্রাজ্যবাদি চক্র ও তার উপমহাদেশীয় দোসররা সারা বিশ্বে মুসলমানদেরকে হেয় করার কিংবা সন্ত্রাসী বানাবার যে ঘৃন্য খেলায় মেতে উঠেছে বাংলাদেশে টুপ টু বটম একটা বিশেষ গোষ্ঠি তাদের ক্রীড়নক হয়ে উঠেছে বহুদিন যাবত। এতদিন রেডিও, টিভি, সিনেমা, থিয়েটারে সীমাবদ্ধ ছিল, এখন রাজনৈতিক ময়দানে নিয়ে এসেছে। এরাই মূলত সাম্প্রদায়িক, এরাই রাতের আধারে মন্দির, মসজিদে ভাংচুর করে অন্যের কাধে দোষ চাপায়। আগামী কয়েকমাস এদের ভয়ংকর খেলা আরো প্রকাশ্যে আসবে। ওদের ঐ বিষাক্ত ছোবলে কত নিরীহ মানুষের প্রাণ যায় সেটাই আশংকার বিষয়!
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৯
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, নানা ভাই।
২| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩১
তুষার খান টাংগাইল বলেছেন: সহমত
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৪
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ তুষার খান।
৩| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭
জাতির শ্বশুর বলেছেন: সহমত
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৫
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ জাতির শশুর।
৪| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৬:১৫
মগজ ভরা মাথা বলেছেন: ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
৫| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৬:২৭
এইচ আর খান বলেছেন: হায়রে মগজ হিন মাথা। তবে লেখকের সাখে সহমত
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ এইচ আর খান।
৬| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
পটাশিয়াম নাইট্রেট বলেছেন: হে মহান তারেক! পায়জামা-পান্জাবী আর টুপি লাগিয়ে ৫ মে বায়তুল মোকারমে কারা কোরআন শরীফ পুড়িয়েছিল, আর কারা ধর্মীয় লেবাজে অপকর্ম সম্পাদন করে উদুর পিন্ডি ভূদোর ঘাড়ে চাপায় তা তুমি আবারো প্রমান করলে ।
তারেক তুমি অমর হয়ে থাকবে! নাহ্ তোমার ২৮ টি খুনের জন্য নয়। বাম হাতে ফোনে কথা বলতে-বলতে ডান হাতে যেভাবে ট্রিগার টানছিলে তাতে সিনেমা জগত নতুন এ্যকশন দৃশ্যের আইডিয়া পেল। বাংলা চলচিত্র জগত তোমাকে অনেক দিন মনে রাখবে।
হে মহান তারেক! ৫ মে'র অপারেশন ফ্লাশআউটে মিল্কি যেভাবে মুজিব চেতনা বুকে ধরে হেফাযতকে ফ্লাশ আউট করলো, তুমি দ্বিগুন নিপূণতার সাথে ঐ জানোয়ারটাকে বধ করলে । এজন্যই বোধ হয় তোমরা সোনার ছেলে।
তবে তোমার প্রয়োজন তোমার গডমাদারের কাছে ফুরিয়ে গেছে, তাই র্যাব দিয়ে তোমাকেই ফ্লাশ-আউট করে দিল। তুমি বেঁচে থাকলে অনেক চেতনা ব্যাবসায়ীর মুখোশ খুলে যেতে পারে এই আশংকা থেকেই তোমাকে অগ্রীম টিকেট কাটতে হল। আশা করি মাইন্ড করনি। নিজ দলের জন্যইতো এ কোরবানি!
তারেক! তোমারা আসলেই অনন্য! এ জাতিকে অনেক কিছুই দিয়েছো। জাতি ও অপেক্ষায় কবে তোমাদের কে সব পাওনা শোধ করে দেবে।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
আব্দুল হালিম মিয়া বলেছেন: ভালো বলেছেন, পটাশিয়াম নাইট্রেট।
৭| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭
ননদালীনাজ বলেছেন: গডফাদারদের গেইম পেলান ফাঁস হয়ে যাবার ভয়েই র্যাব-কে দিয়ে তারেকের নাম-নিশনা মুছে ফেলা হয়েছে- এটুকু বুঝতে শার্লকহোমস হওয়ার দরকার নাই।
সহমত ।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭
আব্দুল হালিম মিয়া বলেছেন: সহমত, ননদালীনাজ।
৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
িভৃতচারী বলেছেন: সহমত
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, নিভৃতচারী।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:১০
নানাভাই বলেছেন: আগামী কয়েকমাস এদের ভয়ংকর খেলা আরো প্রকাশ্যে আসবে।
সহমত