![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সেপ্টেম্বরে নির্বাচন। আবার নির্বাচিত হওয়া চাই। এ জন্য দরকার ভোটারদের সত্যিকারের মনোভাব জানা। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীর পক্ষে সব সময় সাধারণ জনগণের কাছে যাওয়া সম্ভব হয় না। তাই খলিফা হারুন-উর রশীদের কায়দায় ছদ্মবেশ নিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন স্টলটেনবার্গ। ট্যাক্সিচালকের বেশে গাড়ি চালিয়ে যাত্রীদের খোলামেলা কথাবার্তা শুনেছেন তিনি।
গত জুন মাসের এক বিকেলে পুরোটা সময় ইয়েন স্টলটেনবার্গ ছদ্মবেশে অসলোতে ট্যাক্সিচালকের কাজ করেছেন। নরওয়ের ভোটাররা তাঁর সম্পর্কে সত্যিকার অর্থে কী ভাবছেন, তা জানার জন্য এই ছদ্মবেশের আশ্রয় নেন তিনি।
এ-সম্পর্কে স্টলটেনবার্গ বলেছেন, ‘মানুষ কী ভাবছে, তা জানাটা আমার জন্য জরুরি। আর ট্যাক্সি হলো এমন জায়গা, যেখানে যাত্রীরা বিভিন্ন বিষয়ে খোলামেলাভাবে তাঁদের সত্যিকারের মতামত প্রকাশ করেন।’
---প্রথম আলো
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক ট্যাক্সি না চালাতে না পারলেও, বোরখা পরে দুর পাল্লার পাবলিক বাসের যাত্রী সেজে কাজটা করে দেখতে পারেন! অবশ্য, অদিতি, মিতা হকেরা আবার ইদানিং বোরখা টোরখা নিয়ে যে সব মন্তব্য করছেন, তাতে রিস্কও আছে বৈকি!
প্লীজ ক্লিক দ্যা লিংক ফর প্রথম আলোঃ
Click This Link
লিংক ফর আমাদের সময় ডট কমঃ
Click This Link
©somewhere in net ltd.