![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা রাত দিন সমানে নিজেদেরকে 'অসাম্প্রদায়িক' বলে দাবী করেন তারাই মনে হয় সবচেয়ে বেশী সাম্প্রদায়িক। যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে জাহির করেন তাদের মধ্যেই কেমন যেন ধর্ম বিদ্বেষের গন্ধ পাওয়া যায়। এই শ্রেনীর মানুষগুলোর যত রাগ, যত গালাগালি, যত ক্ষোভ একটা বিশেষ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে। তাদের পোষাকের বিরুদ্ধে, তাদের ধর্ম গ্রন্হের বিরুদ্ধে, তাদের নবীর বিরুদ্ধে। কারনে অকারনে একটা বিশেষ সম্প্রদায়কে আঘাত করছেন আর বলছেন তারা অসাম্প্রদায়িক। অথচ, সত্যিকার অসাম্প্রদায়িক হলেতো আপনার সকল ধর্মের প্রতি, সকল ধর্মাবলম্বীদের প্রতি সমান দৃষ্টিভংগি থাকার কথা! কে কিভাবে নামাজ পড়লো, পুজা করলো, গীর্জায় গেল না মসজিদে গেল, পান্জাবী পরলো না ধুতি পরলো, নাকি মালকোচা দিল তাতে আপনার কি! কে ঘোমটা দিল, কে দিল না এগুলো নিয়েতো আপনার মাথাব্যাথা থাকার কথা নয়। কিছু লোকের কাজই হলো সমাজে অশান্তি সৃষ্টি করা। ঘোলা পানিতে মাছ শিকার করা। নাম দিবেন ব্রাম্মন, কাম করবেন উল্টো। কথায় বলে না, 'চেনা বামুনের পৈতা লাগে না!'
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
সাইফুল আলী বলেছেন: ওরা বাংলাদেশ বিরোধী।খেয়াল করে দেখবেন ওদের কথা-বার্তাও কলকাতার লোকদের মত।ওরা এ দেশে থাকে কেন