![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনাদের নেতা নেত্রীরা সুযোগ বুঝে, সুবিধা অনুযায়ী ব্রিটেন, আমেরিকা, কানাডায় যে রকমভাবে নির্বাচন হয় সে রকম পদ্ধতিতে নির্বাচনের কথা বলেন। বলতেই পারেন। তবে তিনারা আবার কানাডা আমেরিকার আইনের শাষনের কথাও মাঝে মাঝে উল্লেখ করেন। করতেই পারেন। তাদের কাছে প্রশ্ন, কানাডা আমেরিকায় কি কখনো অন্যের বিলবোর্ড জোর করে রাতের অন্ধকারে দখল করে সরকারের গুন কীর্তন করে? বিলবোর্ডে কনটেন্ট নিয়ে কিন্তু আমি দ্বিমত করছি না। আমার কথা হলো ঐকাজটা করতে যেয়ে, অন্যের ব্যাক্তিগত প্রোপার্টি বলপ্রয়োগ করে রাতের আধারে দখল করে আপনার গুন কীর্তন করতে পারেন কিনা? সরকার যেখানে আইনের রক্ষক, সেখানে সরকার প্রতিনিয়ত আইন ভংগ করছে। শুধু এই সরকার নয়, প্রতিটা সরকার। আর দেখুন, আজকে মন্ত্রী ইনু ভাই বলছেন, সরকার বিলবোর্ড ঝুলায় নি, টাকাও দেবে না! তাইলে কি জ্বিন পরী এটা করলো? এতদিন এগুলোর পক্ষে কলম পিষে, বক্তৃতাবাজী করে যারা হয়রান হলেন, তারা এখন কি বলবেন? যাদের বিলবোর্ড জোর করে দখল করা হয়েছিল তারা কিন্তু সেগুলো টাকা খরচ করে করেছিলেন, এখন তাদের কি ক্ষতিপূরণ দেয়া হবে? সরকার যদি এটা না করে থাকে, তা হলে কে এই অন্যায় কাজটা করলো, সেটা কি সরকার খুজে বের করে শাস্তির ব্যবস্হা করবে? নাকি, শাপলা চত্বরের মতই ঘটনা ঘটার পরও জোর করেই বলে দিবে, কোন কিছুই ঘটে নাই? অতপর যদি স্বপ্রণোদিত হইয়া কোন 'অধিকার' নামক সংগঠন জনগনের 'অধিকার' প্রতিষ্ঠায় আগাইয়া আসে, তখন কি হবে? আবার রক্তচক্ষু, জেল, জুলুম! 'আপনি হাগবেনও না, পথও ছাড়বেন না' এই নীতি আর কতকাল!
Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
মাজহারুল হুসাইন বলেছেন: অতপর যদি স্বপ্রণোদিত হইয়া কোন 'অধিকার' নামক সংগঠন জনগনের 'অধিকার' প্রতিষ্ঠায় আগাইয়া আসে, তখন কি হবে? আবার রক্তচক্ষু, জেল, জুলুম! 'আপনি হাগবেনও না, পথও ছাড়বেন না' এই নীতি আর কতকাল!