![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু পর্যবেক্ষন:
সজীব ওয়াজেদ জয়ের সেদিনের তরুনদের সা্থে বৈঠকে তার ওয়েষ্টার্ন ডেমোক্রাট নেতাদের স্টাইলের বক্তব্যে যতখানি খুশি ও আশা প্রকাশ করেছিলাম, ইদানিং তার বিভিন্ন জনসভায় ও কর্মিসভায় তার কথাবার্তা শুনে ততটাই হতাশ হচ্ছি। সেই মান্ধাতার আমলের একই স্টাইলে বিরুধী দলের কুৎসা রটনা, আর ভুয়া প্রতিশ্রুতি।
যে মুহুর্তে জয় ছাত্রলীগ, যুবলীগ তথা তরুনদের মন জয় করার জন্য দেশের একপ্রান্তে বক্তব্য দিচ্ছেন, সেই সময়ে সিলেটে তার সেই ছাত্রলীগের হাতে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা খালেকুজ্জামান মারাত্নকভাবে আহত হয়ে রক্তাক্ত হয়েছেন। সিপিবি বাসদের জনসভা পন্ড করে দেয়া হয়েছে।
দুদক আবার সার্টিফিকেট দিয়েছে সোনালি ব্যাংকের হাজার কোটি টাকার জালিয়াতিতে পরিচালকদের কোন হাত ছিল না! আবার পরিস্কার হলো, দেশের দুদকই দুর্ণীতি দমনে প্রধান প্রতিবন্ধক।
সাবেক প্রধানমন্ত্রী, অভিজ্ঞ রাজনীতিক, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিনিয়র মেম্বার কাজী জাফর আহমেদ এক টিভি শোতে বললেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। কথাটা যদিও সত্য হয়, তারপরও প্রশ্ন হলো, তিনি একথা বলার পরও জাতীয় পার্টিতে থাকেন কি করে? পদত্যাগ করেই এগুলো বলা উচিত ছিল না কি? পুরানো গ্রাম্য প্রবাদটা মনে পড়ে, 'ভাত খান ভাতারের, গীত গান নাগরের"?
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
nurul amin বলেছেন: আমেরিকা থেকে মডেল ভাড়া করে কি নির্বাচনে জিততে পারবে?
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
কুহক' বলেছেন: 'ভাত খান ভাতারের, গীত গান নাগরের"