![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি দৈনিক নিউ এজ’র সম্পাদক নুরুল কবির বলেন, "যেই সংবিধান মানুষের ‘রেফারেন্ডাম’কে নাকচ করে দেয়, অথচ একই সঙ্গে এই সংবিধানকে বলা হয় যে এটি সাধারণ মানুষের আকাংক্ষা কিংবা অভিপ্রায়ের দলিল, সেই সংবিধান এমনিতেই পুনর্লিখন দরকার, গণতন্ত্রায়ন করা দরকার।
তিনি আরো বলেন, আমি এখনো মনে করি- গত নির্বাচনের আগে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিলো তার জন্য ‘হাওয়া ভবন’ দায়ী ছিল। আর এবারের সংকটের জন্য দায়ী ‘গণভবন’।
নুরুল কবির বলেন, এর আগে আওয়ামী লীগ এবং জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন করেছিলো, সেই একই রকম আন্দোলন এখনো চলছে। পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। কারণ, বাংলাদেশের রাজনীতির গুণগত কোনো পরিবর্তন এতদিনেও ঘটেনি।"
তারপরেও আমরা আহা বেশ বেশ সুরে সুর করিয়া কোরাস গাহিয়া চলিব অনন্ত কাল..........................
©somewhere in net ltd.