![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকির আলীঃ বাংলাদেশে ফুটবলই সবচেয়ে জনপ্রিয় খেলা, আর আবাহনী সর্বকালের সেরা দল!
কালাম মুর্শেদীঃ কস কি বেডা! এক্কেবারে মাইরালামু। মোহামেডান হইলো ঐতিহ্যবাহী দল, এর উপরে কোন দল নাই!
হুকুম আলীঃ আরে রাখেন মিয়ারা, কাবাডি কিংবা কুতকুত হইলো আমাগো জাতীয় খেলা, গ্রামে গন্জে এই দুইডাই মানুষ বেশি খেলে। গ্রাম বইলা কথা!
মুশফিকঃ ক্রিকেট সবার সেরা। এই একটা খেলায় আমরা বাংলাদেশরে কত উপরে উঠিয়েছি দেখেছেন? ইন্দো পাকি থেকে শুরু করে পৃথিবীর এমন কোন শক্তি নাই যারে আমরা হারাই নাই। গ্যালারী ভর্তি মানুষ। সব দল, সব মতের মানুষ, হাতে একটাই জিনিষ, জাতীয় পতাকা। মুখের মধ্যে জাতীয় পতাকা, হৃদয়ের মধ্যে জাতীয় পতাকা। এই আজওতো আমরা নিউজিল্যান্ডরে তুলা ধুনা করলাম।
সকলেঃ একসাথে মাথা নাড়ে, হুম তা ঠিক। বাংলাদেশ ক্রিকেট যখন জিতে, গর্জে উঠে বাংলাদেশ, ভুলে যায়, আওয়ামী লীগ, বিএনপি। বলে উঠে, জয় বাংলাদেশ, সাবাস বাঘের বাচ্চা।
একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার অবজারভেশনঃ সকলে যেখানে একমত, সেটাকেই বলে জাতীয় ঐক্যমত!
©somewhere in net ltd.