![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালী ব্যাংকের দুর্নীতি আমলে নেয়ার মতো নয় -অর্থমন্ত্রী
এতবড় ব্যাংক জালিয়াতিকে ‘নোটিশে আনার মতো নয়’ উল্লেখ করায় উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, এসব কথা বলে অর্থমন্ত্রী একদিকে যেমন অর্থ আত্মসাৎকারীদের রক্ষা করছেন, অন্যদিকে নতুন জালিয়াতকারীদের উস্কানি দিচ্ছেন নির্ভয়ে অর্থ লুট করার জন্য। এর পূর্বেও তিনি হলমার্ক কেলেঙ্কারি সম্পর্কে বলেছিলেন, তিন/চার হাজার কোটি টাকা কোনো বড় অঙ্কের অর্থ নয়। এটা নিয়ে হৈ চৈ করার কিছু নেই।
সুত্রঃ আমাদের সময় ডট কম, প্রথম আলো ডট কম
Click This Link
Click This Link
-------------------------------------------------------------------
মন্তব্যঃ উনার জন্য একদলা ঘৃনা............। তবে দুঃখ হলো, উনাদের জন্য ভোট চাওয়ার লোকের অভাব নাই এদেশে। শুধু আমজনতা নয়, সার্টিফিকেটধারী শিক্ষিত লোকেরও অভাব নাই। ইনিয়ে বিনিয়ে তারপরও এই সব দুর্নীতিবাজদেরকেই ভোট দিতে বলবেন উনারা! একাত্তরে রাজাকার ও তার দোসরেরা যেমন দেশটাকে ছিড়ে কুটে খেতে লেগেছিল, স্বাধীনতার পর থেকে এই রাজাকারের বংশধরেরা তা আরো ভয়ংকর রূপে অব্যাহত রেখেছে। বাংলাদেশ বিরোধী সকলেই রাজাকার, আগেও ছিল, এখনো আছে।
©somewhere in net ltd.