নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

যে কাজ এরশাদ করলে খারাপ হয়, খালেদা জিয়া করলে খারাপ হয়, মেনে নেয়া যায় না, সেই একই কাজ শেখ হাসিনা করলে কেন খারাপ হবে না?

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

যে কাজ এরশাদ করলে খারাপ হয়, খালেদা জিয়া করলে খারাপ হয়, মেনে নেয়া যায় না, সেই একই কাজ শেখ হাসিনা করলে কেন খারাপ হবে না, কেন মেনে নিতে হবে? ভাইজান, ভাবীজান করলে 'স্বৈরাচার' আর বুবুজান করলে 'আমের আচার'! ভাইজান, ভাবীজানের সমর্থকদের যুক্তির অভাব ছিল না, আজ বুবুজানের সমর্থকদেরও যুক্তির কোন অভাব নেই। মারহাবা!



আসলে দেশের জনগন হলো বিশাল সিনেমা হলের দর্শক। ইবনে মিজান পরিচালিত একের পর এক 'সিনেমা' চলছে, হুবহ একই চিত্রনাট্য, শুধু পাত্র পাত্রী, নায়ক নায়িকা, ভিলেন ভিন্ন।



সেই চেয়ারগুলোতেই বসে আমরা দেখছি, সেইসব দৃশ্য। তবে একই গল্প টুইস্টিং করে আর কত! জনগন টোটালি বোরড!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮

কালবৈশাখীর ঝড় বলেছেন:
তত্বাবধায়ক ব্যাবস্থা বহাল থাকা সত্ত্বেও একে বিকল করে ২০০৭ এর জানুয়ারিতে ইলেকশান ইঞ্জিনিয়াররা কাউকে তোয়াক্কা না করে, আজিজের দেড় কোটি ভুয়া ভোটার নিয়ে বিম্পি-জামাত জোট একক নির্বাচন সুরু করে দিয়েছিল।
নিজামি -মোজাহিদ সহ ৬০ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েও গিয়েছিল।

তত্বাবধায়ক ব্যাবস্থা থাকলেই যে দুই নম্বরি হবেনা .. এ ধারনা ভুল।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০০

রতন দাস বলেছেন: জনগন টোটালি বোরড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.