![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশিষ্ট সাংবাদিক আফসান ভাইয়ের সাথে একমত। সম্ভবত দেশের জনগন যেহেতু মার্কা দেখেই ভোট দেয়, ভালো মন্দের ভেদাভেদ বুঝে না। ওদের সমুদ্র পরিমান লুটপাটের কখন একফোটা, এক বিন্দু ভাগ পাবে সেই জন্য কর্মীরা বহুবছর ধরে জিহবার আগা বের করে বসে থাকে, তাইলে হোক, তবে সেটাই হোক।
ওদের দুটো দলের একত্রীকরন হোক। লুটপাটের জন্য পাঁচ বছর আর অপেক্ষার দরকার নাই। ওটাইতো খুনোখুনির একমাত্র কারন, তাইনা? তাও আবার নিজেরা খুন হন না, কায়দা কৌশল করে সাধারন নিরীহ মানুষগুলোই খুন করেন আপনারা। বেশ তাহলে, দুই দলের একত্রীকরন মহা জাতীয় সম্মেলন ডাকুন। দুই নেত্রী হবেন দলের কো চেয়ারম্যান। নাম হবে, 'লীগ অব বাংলাদেশ আওয়ামী জাতীয়তাবাদী দল।' সাথে এরশাদকে দিয়েন এ্যাসিসট্যান্ট চেয়ারম্যানের পদটা। তাহলে আর বেচারাকে একবার এই নেত্রী আর একবার ঐ নেত্রী করে দৌড়াতে হবে না।
আপনারা শান্তিতে লুটপাট করুন, যতখুশী, যেখানে সুবিধা! জনগনও একটু অন্তত শান্তিতে নিরাপদে থাকুক, পেটে ভাত থাকুক আর নাই থাকুক!
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
গোবর গণেশ বলেছেন: Khub vallagse
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মূলত BNP , আওমিলিগ দুইভাই
উনাদের নীতিগত কোন তফাৎ নাই
আমরা পাবলিক সব ভোদাই
মরি - তবুও দুই দলেরই পুটু হাতাই
lets go , কোকাকোলা বোতলে ' রক্তকোলা ' খাই