![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত নির্লজ্জভাবে আমাদের দেশের আভ্যন্তরিন বিষয়ে নাক গলাচ্ছেন। এমন নির্লজ্জতা পৃথিবীতে নজিরবিহীন। আজ যদি মেজর জলিল বেচে থাকতেন, তাহলে আবার হয়তো এর বিরুদ্ধে ঠিক ১৯৭২ সালের মতই প্রতিবাদ করতেন।
অনেকেই হয়তো ভাবছেন ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। আমি বলবো, ধন্য আশা কুহুকিনি! যে ভারতের কাছে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান চেয়ে শেখ হাসিনা পেলেন না, তিস্তা চুক্তি করতে পারলেন না, ছিটমহল, তিন বিঘার সমস্যার সমাধান করতে পারলেন না, এমনকি তারই আমলে ফেলানী হত্যাকান্ড ঘটিয়ে ফেলানিকে কাটাতারের বেড়াতে ঝুলিয়ে রেখে বুঝানো হলো, গোটা বাংলাদেশকেই প্রয়োজনে এরকম ঝুলিয়ে দেয়া হবে, তার নিরপেক্ষে বিচারটাও হলো না, প্রতিদিনই সীমান্তে কোন না কোন লাশ তারা উপহার দিয়েই চলেছেন সেই ভারত গোড়া কেটে আগায় পানি ঢালার মত এখন যদি শেখ হাসিনা ও তার দলকে সাহায্য করতে এসে থাকেন, আর যারা এটা বিশ্বাষ করেন তারা আহাম্মকের কত বড় স্বর্গে বাস করছেন, ভেবে পাই না।
সুজাতা সিংকে বলবো, গেটা দ্যা হেল আউট অব বাংলাদেশ, রাইট নাউ। গো ব্যাক টু ইউর কান্ট্রি এন্ড সলভ দ্যা ইস্যুজ এবোভ ফার্ষ্ট। সেটাই হবে শেখ হাসিনাকে সাহায্য করার সবচেয়ে সর্বোত্তম উপায়।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
সাধারণ মুসলমান বলেছেন: ধন্যবাদ।
সচিব একখান, তার কত ঠাটবাট। হ্যায় মিটিং করব সচিবগো লগে, খালেদা-এরশাদ-সম্পাদকগো হ্যার লগে দেখা করাটা একেবারে ঠিক হয় নাই।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Go back u whore to ur daddy land
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২১
টি-ভাইরাস বলেছেন: মনের কথা গুলা বলছেন ভাই
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
ঢাকাবাসী বলেছেন: নিজেরা ম্যানেজ করতে না পেরে কাপড় খুলে রাখলে পাড়ার লোকে তো ...
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
সোহানী বলেছেন: গেটা দ্যা হেল আউট অব বাংলাদেশ, রাইট নাউ......................... আমাদেরকে আমাদের মত থাকতে দিন... তিস্তা, ছিটমহল, তিন বিঘা, ফেলানী, সুন্দরবন থেকে হাত সরিয়ে নেন তারপর নাহয় আপনাদের উপদেশ শুনি.....
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কালীদাস বলেছেন: আমি হেল শব্দটার জায়গায় ফাক শব্দটা ইউজ করব। মাতবরি দেখলে গা জ্বলে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩
পাঠক১৯৭১ বলেছেন: এ সময় আসা ঠি হয়নি; তবে, প্রতিবেশী সব সময় আসতে পারে; মগজকে কাজে লাগান!