![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা (মন গড়া নয়) সমুন্নত রেখে, সত্যিকার গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে, মামু, চাচা, খালু, আব্বা, আম্মা নির্বিশেষে দেশে কঠিন ও কঠোরভাবে আইনের শাষন প্রয়োগের দাবীতে, রাজনৈতিক ফায়দা নির্বিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেশী ও বিদেশি দের চুড়ান্ত বিচার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সম্পন্ন করে দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়াসে, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, মোড়লবাদ, দাদাগিরি, পাকিস্তানি মৌলবাদসহ সকল বিদেশী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়ানোর লক্ষ্যে, দুইবারের বেশী কাউকে সরকার প্রধান না করা, দলীয় প্রধান না করা, দলের মধ্যে, সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট প্রদানের অধিকার, সংসদের মেয়াদ চার বছর করা, প্রশাসন বিকেন্দ্রীকরন তথা কুলি মজুর, কৃষক শ্রমিক জনতার সত্যিকার রাজ কায়েমের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামে সহ পৃথিবীর বিভিন্ন দেশে তথাকথিত রাজনৈতিক নেতৃত্ববিহীন নিজ নিজ উদ্যোগে, সচেতন দেশপ্রেমিক নাগরিকদের স্বপ্রণোদিত 'আম জনতা ফোরাম' গড়ে তোলার সময় এসেছে। এ বিষয়ে শিঘ্রই কানাডার টরন্টোতে একটা কমিটি গঠন করা হবে। আগ্রহীদের মতামত ও যোগাযোগ আহবান করছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৫
খেয়া ঘাট বলেছেন: আমি আমেরিকাতে কাজ করতে চাই একেবারে সক্রিয়ভাবে। যা যা সহযোগিতা করার সব করবো । সব পাবেন।