![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি আমার নেতা। গতকাল আপনি বললেন, সুর্য্য পুর্বদিকে উদিত হয়। আমি দেখলাম আমার নেতা সত্যি কথাই বলেন। কারন সুর্য্যকে আমিও প্রতিদিন পুর্ব দিক থেকেই উদিত হতে দেখি। বই পুস্তকেও পড়েছি। সুতরাং নেতার প্রতি আস্হা ও বিশ্বাষ বেড়ে গেল। হঠাৎ কোন এক কারনে নেতা আজ বলছেন, সুর্য্য পশ্চিম দিক থেকে উদিত হয়। ও ও। নো নো। নট মি। অন্য সবাইকে এই ডাহা মিথ্যা কথাটা খাওয়াইতে পারলেও আমাকে না। স্যরি, ভেরি স্যরি নেতাজি। ফালতু যে কারনই দেখান না কেন কাজ হবে না। সেটা ঐ তথাকথিত 'মতাদর্শগত সংগ্রাম' কিংবা 'বাড়ী গাড়ী প্লট ফ্লাট' যে কারনেই বলেন না কেন, আপনাকে শুধুই একটা কথা বলবো, যান, দুরে গিয়া মরেন।
©somewhere in net ltd.