![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সেই জি এম কাদের যিনি বিগত ২০০৬ সালে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের জোটে নিতে একাই জীবনের ঝুকি নিয়ে সিরিয়াস স্ট্যান্ড নিয়েছিলেন। যেখানে রওশন এরশাদ ও অন্যান্যরা খালেদা জিয়ার জোটে এরশাদকে রাখতে নানা কুট কৌশল করছিলেন, তখন জিএম কাদের ঘোষনা দিলেন এরশাদ যদি চার দলীয় জোটে যান তাহলে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করবেন। তারই অক্লান্ত চেষ্টায়, সকল কুট কৌশল মোকাবেলা করে তিনি ২০০৬ সালে এরশাদকে মহাজোটে নিতে পেরেছিলেন। প্রস্তাবিত ২০০৭ সালের ২২শে জানুয়ারী সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নি। ১/১১ ঘটে যাওয়ার পর পরিবর্তিত পরিস্হিতিতে ২০০৮ এর ডিসেম্বরে যখন আবার নির্বাচন এলো, আওয়ামী লীগ অবস্হা সুবিধাজনক বিবেচনায় আগের বার দেয়া এরশাদকে সকল ওয়াদা ভুলে গেল এবং কোন রকম কিছু সুবিধা দিয়ে জোটে থাকার অপমানজনক প্রস্তাব দেয়ার পরও জি এম কাদের সাহেব ছিলেন অনড়। আওয়ামী লীগের সাথেই তিনি জাতীয় পার্টিকে রাখবেন। ফলে মন্ত্রীত্ব করলেন পুরো পাঁচটি বছর। এবার স্মরণ কালের এই ভুয়া ও প্রতারনার নির্বাচনে সেই জি এম কাদেরও যখন যেতে চাইছেন না, তখন তিনিই হয়ে যাচ্ছেন 'পাকিস্তানের দালাল'! হোয়াট এ্যা হিপোক্রেসি! মুষ্টিমেয় কয়েক রাজাকার আলবদরের বিচার করে দেশকে যখন ঐক্যবদ্ধ করাই ছিল আওয়ামী লীগ তথা দেশের সরকারের কাজ, সেখানে এরা দেশটাকে কার ইশারায় কোন প্রভুর ইংগিতে বা নির্দেশে চরম বিভক্তির দিকে নিয়ে যাচ্ছেন ভাবলেও গা শিউরে উঠে। এ প্রসংগে যারা জানেন না তাদেরকে শুধু স্মরণ করাতে চাই বংগবন্ধু শেখ মুজিবের নির্মম হত্যাকান্ডের পর তারই দলের স্পীকার ও সংসদীয় নেতা দুজন লন্ডনে যেয়ে ও দেশের মাটিতে বিভিন্ন বক্তৃতায় ও সাক্ষাৎকারে কি বলেছিলেন সেটা যাচাই করতে। একজন বলেছিলেন, "বাংলাদেশের মাটি থেকে ফেরাউনের পতন হয়েছে।" আর একজন বলেছিলেন, "বাংলাদেশ আজ রাহুমুক্ত হয়েছে।"
আজ যারা নেত্রীকে কু পরামর্শ দিচ্ছেন নেত্রীর জানা থাকা দরকার আপনার বিপদে কিন্তু এরা আগের চেয়েও ভয়ংকর খারাপ ভুমিকা নিতে তথা চোখ উল্টাতে এক সেকেন্ড দেরী করবে না। বিষয়টা ভেবে দেখা দরকার।
------------------------------------------------------------------
"...সংবাদ সম্মেলন শেষ হওয়ার ২০ মিনিট পর যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল জি এম কাদেরের বাসায় সামনে যায়। তারা ওই বাড়ির ফটকে দাঁড়িয়ে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার, সাবধান’, ‘দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেয়।"
Click This Link
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৪
পাউডার বলেছেন:
রাজনিটি