![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা বাংলাদেশ ভারতীয় পণ্যে সয়লাব। গিলে খেয়ে ফেলেছে আমাদের দেশীয় উৎপাদিত পণ্যকে। অর্থনীতির চৌদ্দটা বাজিয়ে দেয়া হয়েছে ভারতের সাথে দীর্ঘদিনের অসম বাণিজ্য ব্যবস্হা, ভারসাম্যহীন আমদানি রফতানী আর নোংরা সাংস্কৃতিক আগ্রাসনের কারনে। যার জন্য কোন একক দল দায়ী নয় বরং এরশাদ, খালেদা, হাসিনা পা্ল্লা দিয়ে একে অপরকে ফেল ফেলাইছে।
আজ পাকিস্তানের পণ্য বর্জনের দাবী যেমন যৌক্তিক, সময়ের দাবী, একই সাথে ভারতীয় পণ্য বর্জন করার দাবীটা কিন্তূ অনেক দিনের ওভার ডিউ/পাষ্ট ডিউ।
পাকিস্তানি পণ্যের সাথে সাথে ভারতীয় পণ্যও বর্জনের ডাক দাও! দেশীয় পণ্যকে প্রমোট করো।হাফ দেশপ্রেমিক নয়, ফুল দেশপ্রেমিক চাই।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮
মশিকুর বলেছেন:
এই পণ্য দেশে কেমনে আসে বলতে পারেন??
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯
নিকষ বলেছেন: বাঙ্গালের কাছে ব্যবসা মানেই হইল ট্রেডিং ব্যাবসা। মাল (নগদে/ বাকিতে) আনো, যেমনে পারো মাল বেচো। টাকা ক্যাশ দিয়া হইল কথা।
পণ্য উৎপাদনে যাওনের মত কষ্ট, মেধা, পরিশ্রম দেয়া, বাঙ্গাল ব্যাবসায়ীর (মেজরিটি) ধাতে নাই। যাই দরকার - যাও ইন্ডিয়া, নাইলে চায়না - পয়সা ফালাও, কিন্না আনো - আইনা দোকানে সাজও, আর বেচো। বেচার সময় অতি গর্বিত ভঙ্গিতে বল্বে, "এটা ভাল, এটা বাইরের জিনিষ।"
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬
মশিকুর বলেছেন:
সেই পণ্য দেশে কেমনে আসে বলতে পারেন??