![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে যাই সব বাঁধা। ঐ পথেই দেখা হয় কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি কখনো বামপন্হী অথবা ধর্মীয় বন্ধুদের সাথে। হাতে হাত, কাধে কাঁধ, শক্ত চোয়াল, মুষ্ঠিবদ্ধ হাত, হাটি পাশাপাশি, হঠাৎ হারিয়ে ফেলি কাউকে কাউকে তবুও এগিয়ে যাই। ঘন অন্ধকারে টর্চের আলো কিংবা পিচ্ছিল বরফের পথে শক্ত লবনের দানাগুলো অবিরাম ফেলে যায় গান্ধীজি, মাহথির মোহাম্মদ, নেলসন মেন্ডেলা, ইয়াসির আরাফাত, আল গোর বা পিয়াঁরে ট্রুডোরা। মার্কস, লেনিন কিংবা মাও, ছোটবেলায় ঢুকে যাওয়া লাল বইয়ের ছোঁয়া মগজ ফেলতেই পারে না। মোহাম্মদ (সাঃ) এর রহমতের নদীয়ায় ভেসে বেড়াই অবিরাম! ইয়েস, দ্যাটস মি, কারন আমি একজন 'আম জনতা'।
©somewhere in net ltd.