নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

জাতীয় পার্টির বহুগামী সদস্যদের মনোবান্ছা পুরন করা উচিত হবে না।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

কলা খাবা? গাছ লাগাইয়া খাও। জাতীয় পার্টির বহুগামী সদস্যদের মনোবান্ছা পুরন করা উচিত হবে না, মাননীয় প্রধানমন্ত্রীর। আপনার এ মুহুর্তে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। যে ভাবেই হোক এই একটা ক্ষেত্রে আপনি কিছুটা এগিয়ে আছেন ১৯৮৮ ও ১৯৯৬ সালের ভোটার বিহীন নির্বাচনে গঠিত সংসদের চেয়ে। সেটা হলো বিরোধী দল হিসেবে আপনি পেয়ে গেছেন কিছুটা উন্নতজাতের ধুরন্ধর প্রানীগুলোকে। আ স ম আব্দুর রবের নেতৃত্বে ৭০টি ভুয়া পরগাছা ও ভূইফোড় দল নামক কীট পতংগের চেয়ে, বংগবন্ধুর আত্নস্বীকৃত খুনী কর্নেল রশীদের ফ্রীডম বারবনিতা পার্টির চেয়ে আপনি ম্যানেজ করেছেন শাড়ীর ভাজে কোটি টাকা লুকিয়ে রাখা তথাকথিত লাষ্ট লেডী বেগম রওশন এরশাদ ও তার চারপাশে ঘুরঘুর করা, সব নর্দমায় মূখ দেয়া কিছু মানুষরুপী উচ্ছিষ্টভোগীদেরকে। তো এদের ইচ্ছা গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। ৯০ এর পর অনেক দিন এরা ঘোঁত ঘোঁত করলেও নর্দমায় মূখ দিতে পারেনি। তাই ওদের সাধ হয়েছে বিরোধী দলে থেকে সরকারী ইচ্ছা পূরন করা, আর মন্ত্রীসভায় থেকে লুটপাটে অংশ নেয়া। শুনেছি আপনি এবার চেষ্টা করছেন আগের মন্ত্রীসভার দুর্নীতিবাজদেরকে দুরে রাখতে। কথাটা যদি সত্যি হয়, তাহলে আপনাকে অবশ্যই এই জাতীয় পার্টির 'বেওফা' সদস্যদের থেকে সাবধানে থাকতে হবে। এরা কিন্তু সবাই 'জিএম কাদের' নয়। সুযোগ পেলেই ওরা 'দুর্নীতির ঘু এর চারিতে' মুখ দিবে। সুতরাং ওদেরকে মন্ত্রীসভায় নিয়ে সরকারকে আরো বেশী বিতর্কিত করা ঠিক হবে না। এমনিতেই পানি অনেক ঘোলা হয়ে গেছে। ওদেরকে বলুন, 'বাপু, কলা খাবা, গাছ লাগাইয়া খাও।'













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.