![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতা নিক্ষেপ-সুত্রঃ আমাদের সময় ডট কম, তবে প্রথম আলোর লিংটাও দিলাম, দেখুন একই ঘটনা লিখেছে তবে 'জুতার' বদলে 'ইট পাটকেল' দিয়ে আপ্যায়ন করার কথা বলা হয়েছে।
---------------------
.....প্রত্যক্ষদর্শীরা জানায়, কচুয়ার উজানী বার্ষিক মাহফিলে যোগ দিতে বিকেলে ড. মহীউদ্দীন যান সেখানে যান। পরে মাহফিলের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হাজারো জনতা তার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তার ওপর জুতা নিক্ষেপ করতে থাকেন তারা। এসময় মঞ্চে থাকা আয়োজকরা মুসল্লিদের শান্ত থাকতে বার বার মাইকে অনুরোধ জানান। কিন্তু তারা সবকিছু উপেক্ষা করে জুতা নিক্ষেপ করতে করতে তেড়ে আসে মঞ্চের দিকে। নিরুপায় আয়োজকরা পরে পুলিশি পাহারায় মন্ত্রীকে মঞ্চ থেকে সরে নিয়ে যান। মাহফিল এলাকা ত্যাগ করতে গাড়িতে ওঠার সময় ফের বিক্ষুব্ধরা তার ওপর জুতা নিক্ষেপ করতে থাকে। এসম তার সঙ্গে থাকা পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু হানিফ জানান, মাহফিলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে ড. মহীউদ্দীন খানকে নিরাপদে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয়রা জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশ প- করার ঘটনায় বিক্ষুব্ধরা মাহফিলে তার ওপর এ আচরণ করে।
দুটো পত্রিকার লিংকই দেয়া হলোঃ
Click This Link
http://www.amadershomoy.com/
২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
রবিন আলম বলেছেন: ইট মারলে পাটকেলটি খেতে হয়। লীগের মন্ত্রীরা পুলিশ বেষ্টনী ছাড়া সাধারণ জনগণের কাছে গেলে সব জায়গায় এই অবস্থাই হবে। ভবিষ্যতে এরকম আরো দেখা যাবে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
রবিন আলম বলেছেন: এরকম আরো ঘটবে। খুনিরা পুলিশ বেষ্টনী ছাড়া এলাকায় গেলেই দেখা যাবে দারুণ মজা। প্রথম আলোর লজ্জা পাওয়ার কিছু নেই।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
রবিন আলম বলেছেন: দারুণ মজা। প্রথম আলোর লজ্জা পাওয়ার কিছু নেই। সত্য প্রকাশে লজ্জা নেই।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
তাজুল_ইসলাম বলেছেন: প্রথম আলোর লজ্জা পাওয়ার কিছু নেই। সত্য প্রকাশে লজ্জা নাই।
মজার ব্যাপার হল সেখানে পাঠকের মন্তব্য এর ঘর রাখা হয় নাই।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০
তাজুল_ইসলাম বলেছেন: প্রথম আলোর লজ্জা পাওয়ার কিছু নেই। সত্য প্রকাশে লজ্জা নাই। "ওয়াজ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ইটপাটকেল" শিরোনামের খবরটি কিন্তু ৫-৬ পত্রিকার সাথে মিলছে না। মনে হয় কিছুটা বিকৃতি করা হয়েছে।
মজার ব্যাপার হল সেখানে পাঠকের মন্তব্য এর ঘর রাখা হয় নাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
হাসিব০৭ বলেছেন: জুতা লিখতে প্রথম আলো নিজেই মনে হয় লজ্জা পাইছে