![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু দেশের সকল সংকটের মূল কারন নোংড়া রাজনীতি, সমাধানটাও রাজনীতিকদের হাতে অথচ তারা সমাধান না করে যুগের পর যুগ সেই সব ভয়াবহ সব সংকট জিইয়ে রাখছেন সুতরাং জনগনকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
সেটার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো, তথাকথিত কর্তৃত্ববাদী নেতৃত্বকে বুড়ো আংগুল দেখানো।
কিভাবে? গল্পটা শুনুন তা হলে। আমাদের বাজারে বটতলায় ছলেমান নামে একজন ফুটপাথের ক্যানভাসার গান গেয়ে 'মজমা' জমিয়ে ঔষধ বিক্রি করতেন। বিশেষ করে সপ্তাহের দুটো হাটের দিনে। প্রথমে তিনি আই আই করে জারী গান গাইতে শুরু করতেন তারপর ধীরে ধীরে মানুষের ভীড় যখন বেড়ে যেত তখন জারী গানের মাঝ পথে থেমে যেতেন, ঔষধ বিক্রি শুরু করতেন। জারী গানগুলো আবার থাকতো বেশ ইন্টারেস্টিং কাহিনীমুলক। সুতরাং মাঝপথে গান থামিয়ে দিলে মানুষ বিরক্ত হতেন তবুও দাড়িয়ে থাকতেন। কিন্তু দেখা যেত ঔষধ বিক্রি শেষ হয়ে গেলেও ছলেমান আর গানটা শেষ করতো না। কিছুদিন এভাবে চলার পর মানুষ বুঝতে পারে ওর চাতুরি। শেষে অবস্হা এমন দাঁড়ায়, ছলেমান যতই আই আই করে মানুষ আর গান শুনতে দাঁড়ায় না। একদিন ছলেমান খুব হতাশ হয়ে কয়েকজন হাটুরে মানুষকে পিছন থেকে টেনে ধরলেন, 'আরে ভাই আমার গানটা শুনে যান!'
হাটের ধামা কাঁধে করে বাজার করতে যাওয়া ব্যাস্ত মানুষগুলো তখন বিরক্ত হয়ে উত্তর দিতেন, 'দেখো ছলেমান, আমরা হাট করতে থাকি, তুমি আমাদের পিছন পিছন গাইতে গাইতে আসো।'
©somewhere in net ltd.