![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোমা বানাতে গিয়ে দুই যুবলীগ নেতা আহত বলে খবরে প্রকাশ। এ ধরনের খবর নুতন কিছু নয়। কিন্তু প্রশ্নটা হলো এই যে বোমাবাজ, ছিনতাই কারী, টেন্ডারবাজ, খুনী হোয়াট এভার তার রাজনৈতিক পরিচয়টা বড় হয়ে দেখা দেয় কেন? জেএমবি, শিবির, গনবাহিনী, সর্বহারা, ছাত্রলীগ, ছাত্রদল হোয়াই ডু উই কেয়ার? বিস্ময়কর হলো, গাঁজার কলিকায় দম দেয়া একদল তথাকথিত স্বঘোষিত ও নিজেদের প্রপাগান্ডা মেশিন দ্বারা উদ্ভাবিত গজিয়ে উঠা নির্বুদ্ধিজীবি, পরজীবি ও পরনিন্দা চর্চাকারীরা এই সব দুস্কৃতিকারীদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে সমাজ ও দেশকে কুলষিত করে। যে দল বা সরকারের হালুয়া রুটি ভোগ করে তাদের দলের হলে মুখে কুলুপ এটে থাকে, আর বিরুদ্ধ পক্ষ হলে সরব হয়ে উঠে, জঙ্গী, আল কায়েদা বানিয়ে দেশটারে ১০০ ফুট চুঙ্গার ভেতর ঢুকিয়ে দেয় অথবা সারাবছর ভারতীয় দাদাদের পায়রবী করে, তাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে আবার তাদেরই দালাল ঠালাল বানিয়ে হরতাল দিয়ে ঘরে বসে আঙুল চুষে!
পৃথিবীর একমাত্র অভাগা দেশ আমার বাংলাদেশ যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ একজাতি হওয়া সত্বেও দেশটারে নিয়ে এত ছিনিমিনি খেলে যা কল্পনা করলেও হাত পা ঠান্ডা হয়ে যায়
নিউজ সুত্রঃ Click This Link
©somewhere in net ltd.