নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

...কোন তথাকথিত লুটেরা রাজনৈতিক নেতা সেটা চালায়ে দেয় নাই!

০৬ ই মে, ২০১৪ রাত ১০:০৪

নিঃশঙ্ক ও নির্লোভ চিত্তের চেয়ে বড় কিছু নেই। আর তা অর্জনের জন্য অবশ্যই 'যদি কিছু পাই' এর ঝুলানো মুলার প্রলোভন থেকে বের হয়ে আসতেই হবে। কারন একদিন, দু দিন, এক মাস দু মাস, এক বছর, দু বছর, এক যুগ দু'যুগ পরে দেখা যায়, আসলে তেমন কিছুই পাওয়া হয় নাই, মাঝখানে শরীরটা দুর্বল হয়ে গেছে, দেহের চামড়া ঝুলে গেছে, গলার জোরটাও কমে গেছে। যাদের জন্য শ্লোগান দিয়েছেম, যাদের জনসভার স্হল কানায় কানায় পুর্ণ করে 'স্মরণকালের ঐতিহাসিক জনসভা' করার কৃতিত্ব দিয়েছেন, তারাই আসলে বিগত কয়েক যুগে নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রেডিও টিভির টক শো করে হিরো হয়েছেন, বিদেশ ভ্রমন করেছেন, ভিভিআইপি হয়েছেন, রাষ্ট্রীয় ভোজসভায় আমন্ত্রিত হয়েছেন, এমপি চেয়ারম্যান হয়েছেন, ছনের ঘর থেকে অট্টালিকার মালিক হয়েছেন, বৈধ আয়ের উৎস না থাকলেও কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আর আপনি! সেই থোর বড়ি খাড়া, আর খারা বড়ি থোর! হাতে গোণা দুই চারজন ছাড়া, এটাই হচ্ছে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর চালচিত্র। সুতরাং আর কত! চলুন এবার থামি। যেটা ন্যায্য সেটা বলি। কারন, আপনি এখন নিঃশঙ্ক চিত্তের অধিকারি, নির্লোভ মানুষ। বিগত বছরগুলোতে আপনার অসুস্হ্য সন্তান নিয়ে আপনিই দৌড়াদৌড়ি করেছেন, আপনার সংসারটা আপনিই কষ্ট করে চালিয়ে এসেছেন, কোন তথাকথিত লুটেরা রাজনৈতিক নেতা সেটা চালায়ে দেয় নাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.