![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরটা অনেকের কাছেই চমকে যাবার মত, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে ও ইতিহাস ঘাটলে দেখা যাবে এটাই স্বাভাবিক ও চিরচারিত। ২০০৬ সালে যখন ইরাকের এক সময়ের কথিত স্বৈরশাষক সাদ্দাম হোসেনকে তড়িঘরি বিচারের নামে প্রহসন করে ঈদুল আযহার দিন ফাসি দেয়া হয় সেদিনই অনেকে অনুমান করেছিলেন একদিন আসবে যেদিন এর পাল্টা ঘটনাও ঘটবে। সেটা ইতিমধ্যেই ঘটেছে। যে বিচারক তাকে ফাঁসি দিয়েছিলেন তার ফাঁসিও কার্যকর হয়েছে। ব্যবধান মাত্র আট বছর!
প্রকৃতি আসলে কোন দল ঠল করে না। না করে আওয়ামী লীগ, শ্রমিক কৃষক সমাজবাদী দল, না করে বিএনপি জামাত কিংবা জাতীয় পার্টি। রিপাবলিকান পার্টির ধারও ধারে না আবার ডেমোক্রেটিক পার্টির কাছ দিয়েও সে যায় না। বাথ পার্টি কিংবা ইসলামিক সু্ন্নাহ কিংবা শিয়া কোন পার্টি নিয়েও তার কোন মাথা ব্যাথা নেই। প্রকৃতি বড়ই নিরপেক্ষ। কিছুটা সেই নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়কের মত তবে অবশ্যই মইনুদ্দিনের মত কাপুরুষ কিসিমের নয়। ওর প্রতিশোধ বড়ই নির্মম, নিষ্ঠুর। আজ তাকে ধরে তো কাল তোকে! সুতরাং সাধু সাবধান................
বিস্তারিত নীচের লিংকে
Click This Link
©somewhere in net ltd.