![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরো দেশটা আজ আপ সাইড ডাউন। এটাকে সোজা করার কাজটা কাউকে না কাউকে শুরু করতেই হবে। কোনভাবেই ব্রান্ড নেইম বা তারকা খচিত কোন নেতৃত্বের জন্য বসে থাকলে চলবে না। কমিউনিষ্ট, সোসালিষ্ট, গনতান্রিক, ফ্যাসিস্ট, ধার্মিক, নাস্তিক, জাতীয়তাবাদি, ধর্ম নিরপেক্ষ সকলকেই এই কাজে এগিয়ে আসতে হবে। কারন সবাই আজ ১) ভেজাল খাদ্যের মারাত্নক বিষ ক্রিয়ার শিকার। ২) বিষাক্ত নিঃশ্বাষ সেবনে ক্রমেই রোগ শোকে জর্জরিত ৩) আইনের শাষনের অভাবে কোন না কোনভাবে নিগৃহীত, কোথাও না কোথাও নির্যাতিত। ৪) ঘুষ বিড়ম্বনার শিকার ৫) দুঃসহ যানজটে নাকাল ৬) আমলাতান্র্রিক জটিলতা ও আইনের ভুয়া মারপ্যাচে দলিত মথিত ৭) স্বজনপ্রীতির বিষাক্ত ছোবলে আক্রান্ত ৮) দুর্ণীতির রাহুগ্রাসে জীবন মৃত ৯) ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী যানবাহনে জীবন হাতে নিয়ে চলা শংকিত যাত্রী ১০) বিনা অপরাধে পুলিশি নির্যাতনের শিকার ১১) খুনীদের দৌরাত্নে হা পিত্যেস করা অভাগা বাবা, মা কিংবা আত্নীয় ১২) ভোটের অধিকার হারানো খর্বাকৃত নাগরিক ১৩) আকস্মিক কোন হরতাল, ধর্মঘটে বাটে পড়ে চোখের সামনে সারাজীবনের সন্চিত টাকায় জমানো কেনা গাড়ীটার চিতাদাহ দাড়িয়ে দাড়িয়ে দেখা অসহায় কোন ভিন গ্রহের প্রাণী।
এইসব সিমটমের কোন একটাও যদি আপনার কপালে জুটে থাকে, দেন দিস ইজ ইউর কল! গো এহেড, ফাইন্ড আউট, ষ্টার্ট ইউর রান, এ্যাট দ্যা এন্ড অব দ্যা ডে, লুক এ্যাট ইউর ব্যাক, ইউ উইল বি সারপ্রাইজড টু সি, ইউ আর নট এ্যালোননননননননননননননননন!
©somewhere in net ltd.