![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামিলা...
ঐ যে আইছে, তারে ভোট দিলে দুই মাসের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টাইয়া দিব, যানজট দুর করবো, ময়লা দুর্গন্ধ মুক্ত করবো, রাস্তা ঘাট ঠিক কইরা দিব, আরো কত কি!
এই জন্য মাসের পর মাস তার পিছনে খাইট্টা সবগুলা ইলেকশনে জিতাইয়া দিছিলাম।
কখনো সে কথা রাখে নাই,
রাখছেন?
রাস্তা ঘাট আরো ভাইংগা গ্যাছে, ঢাকা শহর ময়লা আবর্জনায় ছাইয়া গ্যাছে, অলি গলিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, ঘুষ ছাড়া কোন ফাইল চলে না, ফুটপাতের দোকান পাট এখন রাস্তায় বসে গেছে, যানজটে নাকাল পুরো ঢাকা শহরের মানুষ। মাসের পর মাস, বছরের পর বছর মানুষরে ঠকাইছেন, ভুগাইছেন।
ঠিক আছে, ঠিক আছে, কথা দিতাছি, এবার ভোট টা দিলে সব ঠিক করে দিব, সব ব্যবস্হা করবো।
নাহ, আর না, দিন বদলাইয়া গেছে, হুহ!
ফেসবুকে এক্যাউন্ট খুলছি, গ্রামে বাপেও করছে, বন্ধু বান্ধবরাও খুলছে।
কিন্তু........।
এখন খবর পাই, খবর পড়ি মোবাইল ফোনে, ফেসবুকে, ব্লগে, বাপ মা'রে ম্যাসেজ দিই, পাইয়া যায় যখন তখন। আমেরিকা কানাডায় পরধান মন্ত্রী, পেরসিডেন্ট কি করে, ক্যামনে দ্যাশ চালায়, নিমিষেই জানাইয়া দেই গ্রামে গন্জে।
কিন্তু.....
কোন কিন্তু ফিন্তু নাই
হ্যালো...
খবর পাইছিরে মা, ভোট টা এবার জায়গা মতই দিমুনে।
হুম, বাকীর দিন শ্যাষ, ঠকার দিন খতম।
হ বাবা, আইজকা ছুটির দিনতো
ভাবছি সিনেমা দেখতে যামু, তারপর কাইল গার্মেন্টসে গিয়া বেবাকরে কমু, ভাল মন্দের পার্থক্য শিখামু। শয়তানগুলার দিন এবার শেষ।
আইছ্ছা, আইচ্ছা।
আমার ভোট আমি দিমু, ভাল মানুষরে খুইজ্যা দিমু, নিজে না জানলে জাইন্যা নিমু। দুনিয়া এখন হাতের মুঠোয়।
©somewhere in net ltd.