নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মজলুমেরা জাগো

hamidul

আমি একজন কওমী মাদরাসার ছাত্র । তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

hamidul › বিস্তারিত পোস্টঃ

কামাল পাশার ধর্মনিরপেক্ষ তুরুস্ক : কতদূর বাংলাদেশ।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

১৯২২ সালের ১লা নভেম্বর । সুলতান ষষ্ঠ মাহমুদকে সরিয়ে

ক্ষমতা আসলেন কুখ্যাত কামাল পাশা । সুন্দর সুন্দর বুলি

দিয়ে তার পিপলস পার্টি ক্ষমতা আসলেন । যদিও সে আগে

রাষ্ট্রপতির পদ বাগিয়ে প্রজাতান্ত্রিক রাষ্ট্র করে সব ক্ষমতা নিয়ে

নিলেন । কামাল পাশা ক্ষমতা আসার আগ পর্যন্ত তুরুস্ক ছিল

ইসলামিক রাষ্ট্র । রাষ্ট্রীয় কার্যক্রম ও সামাজিক জীবন ব্যবস্থা

চলতো ইসলামিক নিয়ম অনুযায়ী । কামাল পাশা সব ক্ষমতা

সংবিধানে নিজের হাতে নেয়ার পর বের হল তার আসল চেহারা

। প্রথমে কামাল ক্ষমতা বলে সংবিধান থেকে ইসলামকে মুছে

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষনা করলেন। মুসলিম জনতা তেমন

প্রতিক্রয়া হল না । কিন্তু আলেম ওলামা প্রচন্ড বিক্ষোভে ফেটে

পড়লেন । কারন, আলেম ওলামারা বুজতে পেরে ছিল এ এক

ষড়যন্ত্র। কামাল পাশা আলেমদের সাথে আলোচনা করে, বিভিন্ন

ভয়ভীতি , লোভ দেখিয়ে সমঝোতা করতে চাইলেন। কিন্তু

আলেম ওলামাদের কোন মতে ঠান্ডা করা গেল না । তারপর

প্রচন্ড নির্মম ভাবে দমন করা হল আলেম ওলামাদের । দেশের

অধিকাংশ জনতা বিরোধীতার পরও কামাল পাশা তুরুস্ককে ধর্ম

নিরপেক্ষতা রেখে দিলেন । তারপর শুরু হল ধর্ম নিরপেক্ষতার

নামে ইসলাম দমন । ইসলামের বিয়ে করার নিয়ম ভেঙ্গে

করলেন চালু করলেন রেজিস্ট্রি বিয়ে । মেয়েদের হিজাবের

উপর আসলো নিষেজ্ঞা । ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে

বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার নামে নাস্তিকতা শিক্ষা দেয়া

হতে লাগলো । মাইকে আজান নিষিদ্ধ হল । গোল টুপির

পশ্চিমা টুপি দিতে বাধ্য করা হল । আরবি ভাষা নিষিদ্ধের নামে

কুরআনকে নিষিদ্ধ করা হল । সামরিক বাহীনিতে তার সমমনা

দের উচ্চ পদস্থ করে বাহীনি নিয়ন্ত্রনে নিয়ে নিল। ইসলামকে

দমনের জন্য ধর্মনিরপেক্ষতাকে ব্যবহার করলো সুচতুর ভাবে ।



এবার আসুন দেখি, কোন পথে হাটছে বাংলাদেশ । সংবিধানে

বিসমিল্লাহ না উঠালেও উটানোর যে চেষ্টা হয়নি তা নই ।

আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে যে মহাভারত অশুদ্ধ

হয়ে যাবে তাও নই । রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকলে সবাই যে হিন্দু

যে মুসলিম হয়ে যাবে তাও নই । এটাই হল প্রথম পদক্ষেপ

ইসলামকে মুছে ফেলার মিশনের প্রথম পদক্ষেপ । কি কি হল

দেখুন , বিভিন্ন প্রতিষ্টানে পর্দা এলার্জি । মেয়েরা পর্দা পড়ে

আসতে পারবে না ইত্যাদি ইত্যাদি । তারপর হাইকোর্টের রায়

কাউকে পর্দা করানো যাবে না । শিক্ষা নীতিতে ধর্মীয় শিক্ষাকে

কোথায় নেয়া হচ্ছে তা একটু গত কয়েক মাসের পর্যালোচনা

থেকে বুঝা যায় । প্রথমে ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক করার চেষ্টা ।

তারপর তা না পেরে নাম দেয়া হল ইসলাম ও নৈতিক শিক্ষা ।

যদিও সেখানে ইসলামের কয়টি অধ্যায় আছে দেখার বিষয় ।

আগামী কয়েক বছর থাকলে প্রথমটা বাদ দিয়ে হবে শুধু

নৈতিক শিক্ষা । মন্ত্রীদের মাদ্রাসা বিরুদ্ধে যেভাবে বিষেদগার

করেছেন তা ভুলার নই । চবি, ঢাবি, জাবি , এই সব

বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র মারা গেছে সংঘর্ষে তার সিকি ভাগ

হয়নি কওমী মাদরাসা গুলোই । জেএমবি যে কার্যক্রম তার

প্রধান বাংলাভাই ছিলেন রাবি বাংলা বিভাগের প্রভাষক । তবুও মাদরাসাকে জঙ্গীর কারখানা বলে তাদের মনে আসল অভিসন্ধি প্রকাশ করেছেন। তা আপনি সুস্থ্য মস্তিকের হলে বুজতে পারবেন। গনতন্ত্রে সবার অধিকার থাকলেও ধর্মীয় রাজনীতি নিয়ে এলার্জি আমরা দেখতে পাই কথিপয় ধর্মনিরপেক্ষার ধ্বজারী থেকে । শাহবাগের প্রথম দিকে ধর্মীয় রাজনীতি বন্ধের দাবি আর মাদরাসা এর বিরুদ্ধে বিষেদগার মূলক ব্যক্তবের ভিডিও ফুটেস গুলো খুব যন্তসহকারে রেখেছি ।





সর্বশেষে, মনে রাখবেন সব করা ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে । আসলে তারা ধর্মনিরপেক্ষ না তারা এর নামে ইসলাম বিদ্বেসীর প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান শুরু করতে চায়। যেমনটি করে ছিল কামাল পাশা তুরুস্কে দেশের ৯০ ভাগ মানুষের বিপক্ষে গিয়েও । এরা(বাম সমাজতন্ত্রীরা) শুধু ক্ষমতাকে স্থায়ী করতে পারলে ই তা শুরু করে দিবে । এতে কোন সন্দেহ নেই । তাই সাধু , সময় থাকতে সাবধান।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

এক্সপেরিয়া বলেছেন: ভাই আফনে আরবি শিক্ষিত নি ?

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

মাহমুদুর রাহমান বলেছেন: হমম

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

এই আমি সেই আমি বলেছেন: একবার কুত্তার মাথায় টুপি দিয়ে ছবি তুলে আওয়ামীলীগ কে ঘায়েল করেছিল । আর একবার ফেনি পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে কিন্তু কাজ হয় নাই । এবার মাঠে নামছে আস্তিক নাস্তিক জজবা তুলে , দেখা যাক কতটুকু কাজ হয় ।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

hamidul বলেছেন: সেই সুযোগ গুলো আওয়ামী লীগই দেয় । তাদের ঘাড়ে বসে যখন মুড়ি খাই তখন দেখার কেউ থাকে না আর যখনই অপকর্ম একটা করে মানুষরে জাগায় দেয় তখনই তেনারা মুফতি বনে যায়।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

লেজ কাটা শেয়াল বলেছেন: Xperia, sondeher karon ki?
Hamidul vi, jotodin rastrio khomota alemder hate jabena totodin evabei eke eke islam niscinno hobe. Ekn proyojon oikker. Apnara islami dolgulo ek hoye rajnitite asun. Onnothay apnader vot gulo kono ek vabe nari netritto mene nicce bole gonno hobe! Apnara mufti hoccen, othoco fotoa dite gelei jele jaben! Tobe ei sikkha ki sudu mosjid madrasar imamotir jonno?

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

hamidul বলেছেন: আসলেই ভাই আলেম ওলামারা মাদরাসায় থাকতে পছন্দ করে । তখন থেকেই মানুষের ধারনা জেগেছে আলেমদের কাজ শুধু এই গুলোই । কিন্তু ইতিহাস দেখুন অনেক বড় শাসক ছিলেন বিজ্ঞ আলেম। যেমন : সুলতান আয়ুবী ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

এম.এস. রানা বলেছেন: এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। ক্ষমতাধর বাম বা আওয়ামীলীগ না , আমাদের মিডিয়াও এক্ষেত্র ভুমিকা পালন করছে। মিডিয়া স্লো পয়জনিং এর কাজ করছে সমাজ ব্যবস্থাতে। একটু খেয়াল করলে দেখবেন এখন টিভি নাটক গুলোর পোষাক পরিচ্ছদ, বিষয়বস্তু বা মেসেজগুলো কি? ১০ বছর আগেও টিভি নাটকে ওড়না ছাড়া কোন মেয়ের অভিনয় কল্পনা করা যেতনা, বাট এখন খেয়াল করুন, মেয়রা ওড়না পরে গলায় বা কাধে ঝুলানোর জন্য অন্য কোন কাজে না, আর নাটকের বিষয়বস্তর কথা তো একটাই কিভাবে ভালবাসা করা যায়, কিভাবে পরকিয়া করা যায়.... এই স্লো পয়জনিং থামানোর কোন উপায় আপাতত দেখছি না।

আমার মতে এটা আন্তর্জাতিক নির্দেশেই হচ্ছে।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

hamidul বলেছেন: এর সাথে যোগ করতে পারেন হিন্দি সিরিয়াল গুলো । তারপর ভারতীয় ছবি আমদানী করা । ইত্যাদি।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: মনে রাখবেন সব করা ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে । আসলে তারা ধর্মনিরপেক্ষ না তারা এর নামে ইসলাম বিদ্বেসীর প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান শুরু করতে চায়

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

কালীদাস বলেছেন:
ইসলামের বিয়ে করার নিয়ম ভেঙ্গে
করলেন চালু করলেন রেজিস্ট্রি বিয়ে । মেয়েদের হিজাবের
উপর আসলো নিষেজ্ঞা । ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে
বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার নামে নাস্তিকতা শিক্ষা দেয়া
হতে লাগলো । মাইকে আজান নিষিদ্ধ হল । গোল টুপির
পশ্চিমা টুপি দিতে বাধ্য করা হল । আরবি ভাষা নিষিদ্ধের নামে
কুরআনকে নিষিদ্ধ করা হল ।


এই জিনিষগুলা কই পাইছেন একটু সোর্সটা কইবেন?

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

hamidul বলেছেন: Click This Link


আশা করি আপনার জন্য এই টুকুই যথেষ্ট হবে । তারপর ও মাইকেল এইচ হার্টের শত মনীষীর জীবনিতে কামালের জীবনির অধ্যায়টা পড়তে পারেন।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

লেজ কাটা শেয়াল বলেছেন: Kalidas, esob je hoyni tar proman din..
Dorjosil muslimder karonei sonkhalogu howa sotteo apnar mto dasra aj islam nie kotukti korar sahos pacce!
Hamlakarira ekti cirkut fele gece, jate likha cilo- 'nirdolio tottabodayok sorkar cai' Gotokal rater kalimondir hamlakari kara bolento!

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

তুষার মানব বলেছেন: ইসলামের বিয়ে করার নিয়ম ভেঙ্গে
করলেন চালু করলেন রেজিস্ট্রি বিয়ে । মেয়েদের হিজাবের
উপর আসলো নিষেজ্ঞা । ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে
বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার নামে নাস্তিকতা শিক্ষা দেয়া
হতে লাগলো । মাইকে আজান নিষিদ্ধ হল । গোল টুপির
পশ্চিমা টুপি দিতে বাধ্য করা হল । আরবি ভাষা নিষিদ্ধের নামে
কুরআনকে নিষিদ্ধ করা হল ।

এই জিনিষগুলা কই পাইছেন একটু সোর্সটা কইবেন?

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

hamidul বলেছেন: Click This Link


আশা করি আপনার জন্য এই টুকুই যথেষ্ট হবে । তারপর ও মাইকেল এইচ হার্টের শত মনীষীর জীবনিতে কামালের জীবনির অধ্যায়টা পড়তে পারেন।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

নিষ্‌কর্মা বলেছেন: লেখক বলেছেনঃ
ইসলামের বিয়ে করার নিয়ম ভেঙ্গে করলেন চালু করলেন রেজিস্ট্রি বিয়ে । মেয়েদের হিজাবের উপর আসলো নিষেজ্ঞা । ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার নামে নাস্তিকতা শিক্ষা দেয়া হতে লাগলো । মাইকে আজান নিষিদ্ধ হল । গোল টুপির পশ্চিমা টুপি দিতে বাধ্য করা হল । আরবি ভাষা নিষিদ্ধের নামে কুরআনকে নিষিদ্ধ করা হল ।

এই সমস্ত ফালতু কথা কোথা থেকে পান? সোর্স তো দিলেন না একটারও। কিছু লোকের মুখে মিথ্যা কথা শুনে তাই চালিয়ে দিলেন!

শুনেন, সুলতান আব্দুলহামিদ এর সময়ে বুরখা নিষেধ করা হয়েছিল এই জন্য যে মেয়েরা বুরখা পরে পতিতার কাজ চালাচ্ছিল। সেই নিষধাজ্ঞা বহাল ছিল অনেক দিন, খুব সম্ভবত কামাল পাশা বর্তমান তুরস্ককে স্বাধীন করার সময় পর্যন্ত।

তুরস্কে আজান বন্ধ করা হয় নাই কখোনোই, তবে তুর্কি ভাষায় আযান দেওয়া হত। আরবী হরফে লেখা তুর্কি ভাষাকে ল্যাটিন হরফে রূপান্তর করা হয়। সেইটাও মধ্য এশিয়ার তুর্ক-ভাষী দেশগুলোর ভাষাগুলোর একটি ঐক্যমত্যের ঘটার পরে। সেই ঐক্যমতটা হয় তুরস্ক স্বাধীনের কাছাকাছি সময়ে, কিংবা কিছু আগে।

কামাল পাশা সবচেয়ে সুন্দর এবং প্রাঞ্জল তুর্কি ভাষায় কুর'আন শরীফ অনুবাদ করিয়েছিলেন। এখন পর্যন্ত তুর্কির ইসলামপন্থীরা সেই অনুবাদের ধারে কাছে কোন অনুবাদ তৈরি করে দেখাতে পারে নাই।

ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা পাশে বিজ্ঞানমনস্ক প্রজন্মের জন্য আধুনিক স্কুল স্থাপন করা হয়। আপনার জানা থাকা দরকার, ওসমানী শাসনামল থেকেই তুর্কিতে ফ্রান্স, জার্মান এবং আমেরিকান স্কুল চালু ছিল। খলিফাদের সভাসদ এবং আমির-উমরাহ বা সেই ধরনের সুবিধাভোগী ছেলেমেয়েরাই সেই সব স্কুল থেকেই পাশ করত। এরাই পরবর্তীকালে প্রজাতন্ত্রের হর্তাকর্তা হতে পেরেছিল। কিন্তু ধর্মীয় শিক্ষা বন্ধ হয় নাই।

কামাল পাশা ছিলেন আধুনিক মানসিকতার মানুষ। তিনি সেই মনোভাব থেকেই তুরস্ককে আধুনিক একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখে ছিলেন। আজকের তুরস্কের কাছে পৌঁছাতে হলে বাংলাদেশের কি করতে হবে তাইলে একবার আপনিই (লেখক) বলুন?

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

hamidul বলেছেন: আমার কাছে সোর্স খুজেন কিন্তু নিজে দিলেন না !!!! মগের মুল্লুক পাইছেন ? অনুবাদ কি কামালের আব্বাই করছে ? এই রকম করলে অসুবিধা ছিল না কিন্তু মূল কুরআনই যখন নিষিদ্ধ করছে তখন এইটারে আপনে কি সুন্দর করে আধুনিক বানাইতেছেন। বাহ
আপনার সোর্স দেন আমিও দিব।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

পাস্ট পারফেক্ট বলেছেন: নিষ্‌কর্মা@ আপনার সোর্সগুলা একটু যদি দিতেন।

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

hamidul বলেছেন: Click This Link


আশা করি আপনার জন্য এই টুকুই যথেষ্ট হবে । তারপর ও মাইকেল এইচ হার্টের শত মনীষীর জীবনিতে কামালের জীবনির অধ্যায়টা পড়তে পারেন।

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

কালীদাস বলেছেন:
@লেজ কাটা রামছাগল: আমি মুসলিম, বুঝছ হে বেজন্মা?? তোমার মত ছাগুর কাছে প্রমাণ চোদানির টাইম নাই আমার। যেই কথাগুলা কইছ কমেন্টে, পাওয়ারে বিএনপি থাকলেও এখন তোমার হোগা দিয়া আঁটি বাইন্ধা ডিম ভইরা দিত। বাংলায় দুই লাইন লেখতে পারনা, ব্লগিং চোদাইতে আইছ কেন? কথা কইতাছি যে ব্লগ লেখছে হের লগে, তুমি আইসা ল্যাদাইলা নির্দলীয় তত্ত্বাবধায়ক আর কেডা মন্দির ভাঙছে হেইডা নিয়া। তোমার মত লোকজনরেই সলিড খানকির পোলা কয়।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

রিফাত হোসেন বলেছেন: কি খাইয়া পোষ্ট করলেন, জীবনে কখনো তুরষ্ক গিয়েছেন না তুর্কীভাষী কারো সাথে চলেছেন, তুর্কিজাত মিক্সড সবাই মুস্লিম না। আর কামাল নিজেও সম্পূর্ণ তুর্কী নন। সে অনেক খারাপ এর সাথে ভাল কাজ ও করেছে অনেক।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

লেজ কাটা শেয়াল বলেছেন: Kalidas, Kali hok r doli hok, daser mto pobitro cmnt korcen!
Bnp,r domok dekhailen, tar mane bujaite caicen madaripurer kalimondir bnp puraice?
Bah! Erei bole 'buddi protibondi'.

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

hamidul বলেছেন: কালা হইতে হইতে বিবেকও ছানী পড়ে গেছে । তাই এদের ব্যাপারে সেই কবিতাটি পড়ুন কুকুরে কামড় দিয়েছে বলে কি মানুষের শোভা পাই

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১

কালীদাস বলেছেন: লেজ কাটা হাউয়ার পোলা, তুমি আবার বালের কথা কইতে আইছ?! আমার কমেন্টের কোন জায়গায় আমি কইছি বিএনপি ভাঙছে? মন্দির কেডা ভাঙছে জানতে আগ্রহ থাকলে নিজে যায়া খবরে নেও, আমার সামনে বাল ফালাইতে আইছ কেন? লীগ/বিএনপি কারো নামই তো নেই, হুদাহুদি হোগা চুলাকাও কেন? বাংলা লেখতে পারনা, পড়তেও পারনা এই ব্লগে বাল ফালাইতে আইছ কেন?

আর ঐ খানকি মাগীর পোলা, শুরুটা কে করছিল? তর মত আচোদা ব্লগ পর্যন্ত আইল কেমনে?

১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০২

লেজ কাটা শেয়াল বলেছেন: Kali&das vai, apner ma-bap ki sudu apnere jonmer prokriai sikhaice?
Apneto bangla likhei blogstar!
Ta black liste to pailamna:O

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

কালীদাস বলেছেন: লেজ কাটা হাউয়ার পোলা, বাংলায় ব্লগ শব্দটা বানান কইরা লেখ। তারপর আমার নাম লেখিস।

১৮| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

ইকবাল১৫০২ বলেছেন: গণতন্ত্র এবং আইনের শাসন খুব বেশি প্রয়োজন, যেটা আমাদের দেশে একদম নাই। রাজনীতিতে অতিকথন আর মিথ্যা ভাষন দিয়ে নিজেকে জাহির করা হয়। ১৩ দফা আদায়ের জন্য কউমী মাদ্রাসার শিক্ষকরা যে কাজে নেমেছে তার টাকা কোথা থেকে আসে? দাবি আদায়ের জন্য তারা যে পথ বেছে নিচ্ছে সেটা কাদেরকে লাভবান করছে?

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:০৫

hamidul বলেছেন: অবান্তর একটা প্রশ্ন করলেন । শুধু যদি মধ্যপ্রাচ্যের কথা ধরুন , কতশত কওমী থেকে গ্রাজুয়্যাট আলেম মধ্যপ্রাচ্য আছে ভাবতে পারেন ? কাদের লাভবান করছে সরকারের সেটা বুঝে হেফাজত নেতাদের সাথে বসে এর সমাধান করা যেত ঘোষনা দিয়ে কিন্তু তা না করে এইদমন কি গনতন্ত্রিক সমাধান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.