নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মজলুমেরা জাগো

hamidul

আমি একজন কওমী মাদরাসার ছাত্র । তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

hamidul › বিস্তারিত পোস্টঃ

লোভী আছে বিধায় প্রতারক আছে : ডলার ব্যবসার ফাদে

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

মামা যাবেন ? বলে ডাক দিলাম এক রিকশাচালককে । দাড়ানোর পর চুপচাপ সম্মতি দিল উঠে বসলাম। শুরু হল রিকশায় করে বাড়ির দিকে যাত্রা। এভাবে বোরিং লাগছিল । তাই রিকশাওয়ালা ভাই বলে তার সাথে আড্ডা জমানোর চেষ্টা করলাম। তাকে বললাম ঈদের কেনাকাটা করছেন? উত্তরে মুখ গোমরা করে বলল না। আমি কৌতহুল নিয়ে বললাম কেন? বলল দুইদিন আগে লাখখানেক টাকা মার খাইছি। আরো কৌতুহল নিয়ে জানতে চাইলাম কিভাবে? বলল : কিছুদিন আগে তাদের বস্তিতে এক লোক আসে। সেএকটা ঘর নিয়ে মাসখানেক থাকার পর তার সাথে ভাল সম্পর্ক হয়। সে একদিন তাকে একদিন বলে একজন কিছু ডলার বিক্রি করতেছে কম দামে। তার কাছে টাকা থাকলে কিনে নিয়ে অনেক টাকা লাভ করতে পারবে। সে রাজি হয়ে প্রথমে ১৫ হাজার টাকা দিয়ে কিছু ডলার কিনে ২০ টাকায় বিক্রি করে পাচ হাজার টাকা লাভ করে। তার দুইয়েক দিন পর ঔ লোকটি বলে আর একজনের কাছে প্রায় ৩ লক্ষ টাকার মূল্য ডলার আছে। সে তা ১ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিবে। যদি তার কাছে টাকা থাকে তা নিয়ে যেন যোগাযোগ করি। সে ধারদেনা করে লক্ষ টাকা যোগাড় করে ঔ লোকটিকে ফোন দেয় । লোকটি তাকে কিশোরগন্জ যেতে বলে । সে কিশোরগন্জ যায়। সেখানে তাকে বেধে রেখে তার সব কিছু হাতিয়ে দেয় ঔ চক্র। সে হাতে পায়ে ধরে ফিরে আসে। এখন ধারদেনা কিভাবে শোধ করবে এই চিন্তায় আছে সেখানে আবার ঈদ! !!



লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের সমাজে যেমন প্রতারকের অভাব নেই, তেমন লোভীর ও অভাব নেই । লোভী আছে বিধায় প্রতারকরা বেচে আছে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

পথহারা নাবিক বলেছেন: কিশোরগঞ্জের সচারচর কাহানি!!!

২| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

আপনারডিল বলেছেন: খুবই দুঃখ জনক। আমার একটা প্রশ্ন। এই যে এই রকম অনেকেই প্রতারনার শিকার হচ্ছে, তো প্রতারিত হওয়ার পর এর কি কোন বিচার বা কিছুই হবে না ?

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: আমরা প্রতারক জাতি হয়ে যাব নাকি! চার দিকেই এটার্ক!

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

নীলতিমি বলেছেন: লোভী আছে বিধায় প্রতারক আছে
..........

এক্কেরে খাঁটি কথা কইছেন ! /:) /:)

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

ফুরব বলেছেন: লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের সমাজে যেমন প্রতারকের অভাব নেই, তেমন লোভীর ও অভাব নেই । লোভী আছে বিধায় প্রতারকরা বেচে আছে ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নসমুদ্র বলেছেন: হুম। শিক্ষনীয় হইলো লাভের বিজনেস একবারই কর।

৭| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

রাখালছেলে বলেছেন: স্বপ্নসমুদ্র বলেছেন: হুম। শিক্ষনীয় হইলো লাভের বিজনেস একবারই কর।

সহমত । যেমন শেয়ার মার্কেট ।

৮| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেদিন ইন্টারনেট থেকে এবিসি রেডিওর "যাহা বলিব সত্য বলিব" অনুষ্ঠানের একটা এপিসোড শুনলাম, ক্লাস সেভেন এর এক ছেলেও ইন্টারনেটে কম মূল্যে মোবাইল বিক্রি করার কথা বলে কুমিল্লা থেকে আসা এক লোকের সব হাতিয়ে নিয়েছে।

বাংলাদেশের মানুষ সস্তায় কিছু পাবার লোভ করে প্রতারিত হয়। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথা আমরা ছোট বেলা থেকে জেনে আসলেও বাস্তবজীবনে কাজে লাগাতে পারি না। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.