![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করি সবাইকে ভাল রাখতে। ভালবাসায় কখনও সফল হতে পারি নি। কারন জানার চেষ্টা করেছি, বুঝলাম না। তবে প্রেমের জন্য কখনও নিজের স্বকীয়তা বিসর্জন দিতে পারিনি।
বাংলাদেশে মানুষরূপী কোন বুদ্ধিজীবী খুজিয়া পাওয়া যাইতেছে না। জ্ঞানের পরিধি ও ভাল কাজের প্রতি ইতিবাচক সাড়া দেওয়ার মত কোন মানুষ আমার চোখে ভাসিতেছে না। সুতরাং তাহাদিগকে আমাদের দরকার নাই।
যাহাদিগকে দরকার মনে করিতেছি, যাহাদিগের অধিক জ্ঞান আছে বলিয়া মনে হইতেছে, যাহারা প্রতিনিয়ত ভাল ও সত্য কাজে ঠিক ঠিক বলিয়া মাথা নাড়ে তাহারা হইল টিকটিকি। সুতরাং তাহাদের অতি প্রয়োজন আছে বলিয়া মনে করি। এই টিকটিকিগুলো ঘরের দেয়ালে বা কোনা কানায় থাকিয়া প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে মানুষের সৎ চিন্তা ও কাজে আওয়াজ করিয়া মাথা বা লেজ নাড়িয়া যাইতেছে। বিধাতা তাহাকে না বলিবার ক্ষমতা দেন নাই বলিয়া সে মিথ্যা কাজে না করিতে পারে না। কিন্তু যে অধিকারটুকো পাইয়াছে তাহার প্রতি সে কখনো দুর্নীতি বা অপব্যবহার করে নাই। তাই তাহার প্রতি শ্রদ্ধায় বিগলিত তাহাকে আমার আপনি বলিয়া সম্বোধন করিতে ইচ্ছা করিতেছে। অনতিবিলম্বে তাহাদের নামের প্রারম্ভে ড. উপাধি যোগ করিয়া রাষ্ট্রীয় প্রধানদের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হোক।
*** পুনশ্চঃ তাহারা জটিল জটিল গণিতের থিওরীতেও ঠিক ঠিক বলিয়া মাথা নাড়ে।
©somewhere in net ltd.