![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।
সাজগোজ অকেশনে
নবনব ফ্যাশনে।
নিউ লুকে থাকতে
পার্লারে হবে যেতে।
ফেসিয়াল আর মেকআপ
স্পা আর হটভাপ।
চুলকাটা, রংকরা
আইব্রু, মাসকারা।
সাজগোজ যা কিছু চাইবার
দিতে রাজি বিউটি পার্লার।
যেতে গায়ে হলুদ বিয়েতে,
ঈদে আর পাটিতে।
যাওয়া চাই পার্লারে
সাজগোজ বাহারে।
কাজ শিখে ট্রেনিং নিয়ে
করছে কাজ অনেক মেয়ে।
চাকমা মেয়ে উপজাতি
এই কাজ আছে বেশী।
এর ভিতরে কেউ এগিয়ে
বসছে এই প্রতিষ্ঠান নিয়ে।
এই শহরে সব মহল্লায়
বিউটি পার্লার যায় দেখা যায়।
সস্তা-দামি অভিজাত
খরচে আছে অনেক তফাৎ।
কিছু কিছু বিউটি পার্লার
করছে সেই আদিম কারবার।
অসামাজিক কাজে লিপ্ত যারা
নিত্য ধরা পড়ছে তারা।
------------ ০ --------------
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
আরণ্যক রাখাল বলেছেন: ভাল
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ !
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
মাকড়সাঁ বলেছেন: ভাল লাগলো