নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার পথে চলতে চলতে লিখে যায়। ঢাকার ছড়া, মিঠে কড়া। আর আছি একটা On-line পত্রিকার সাথে নাম www.valokhabor.com

হানিফুর রহমান হানিফ

ঢাকার ছড়া মিঠে কড়া, লিখি শুধু ঢাকার ছড়া ।।

হানিফুর রহমান হানিফ › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় ম্যাগনেট পার্টি

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

কষ্টি পাথর আর সীমানা পিলার
ঢাকার বুকে এর মহা কারবার।
জীবন যৌবন জমা রেখে ম্যাগনেটে
অলিক স্বপ্নে এর পিছে ছোটে।
এই পেয়ে গেছি সামনে পাবো
তবু পাওয়া শেষ হয়না কো।
কিছু নয় মিছা সব কিছু হাচা
এই দেখ রিপোর্টটা পাঠিয়েছে নাসা।
খাটিয়েছি টাকা মেলা
নয় কোন হেলাফেলা।
বস আছে শেটারটনে
আছি তাই খুশি মনে।
খুলতে হবে একাউন্ট একুশটা
বুঝতে কি পারছো ব্যাপারটা?
কত টাকা হতে পারে ভবছো?
হে; হে; হাসি মুখে তুমিও কিছু পাচ্ছো।
এই ধর কোটি, শত কোটি
পায়ের কাছে খাবে লুটোলুটি।
এইভাবে খুশি মনে
চেয়ে চেয়ে আকাশের পানে।
স্বপ্নের জাল বোনে দুই চোখের কোণ।
স্বপ্নটা থেকে যায় স্বপ্ন সরটা খেয়ে যায় অন্য কোন।
------------ ০ --------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! দারুণ তো

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

হানিফুর রহমান হানিফ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.