নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌলবাদীরা নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

আমাদের এই দেশটা একদিন বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে এটা দেখে মরতে চাই।

সাইলেন্স

শিমুল মুস্তাফার আবৃতি ভালোলাগে, ভালোবাসি ঘুরতে । চাকরি ভালোলাগেনা যদিও সেটাই করি ।

সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

নামে কিবা আসে যায়।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

বিগত কয়েকদিনে ব্লগারদের নিকে আসল কিংবা ছদ্মনামে নিয়ে একাধিক পোস্ট দেখলাম যেখানে ছদ্মনাম ব্যাবহার করা ব্লগারদের উদ্দেশ্যে যথেষ্ট আক্রমনাত্বক বক্তব্য রয়েছে, এ বিষয়ে কিছু বলা প্রয়জন মনে করছি কারণ আমি আমার নিকে ছদ্মনাম ব্যাবহার করছি।



ব্লগ কর্তৃপক্ষ নতুন নিক রেজিষ্ট্রেশনে নামের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা রাখেনি কেবল নামটি পরিবর্তন যোগ্য নয় এটা বলেছে এই সিদ্ধান্তটি শতভাগ সঠিক কেননা একজন আবুল যদি মদন নামে নিক রেজিষ্ট্রেশন করে তবে সেটা ভেরিফাই করার জন্য সার্টিফিকেট চাওয়া কিংবা তার গ্রামের বাড়িতে নাম ভেরিফাই করার জন্য পুলিশ পাঠানো সম্ভব নয় ব্লগ কর্তৃপক্ষের পক্ষে।



ছোট বেলা থেকে জেনে আসছি নাম মানুষকে বড় করেনা কাজই মানুষকে বড় করে। বর্তমানে পৃথিবীতে কয়েক হাজার আইনস্টাইন নামের মানুষকে খুঁজে পাবেন যারা মোটেও বিখ্যাত নন সুতরাং আইনস্টাইন নামটা বিখ্যাত হয়নি বিখ্যাত হয়েছে তার কর্ম। একথা আজ অবধি পৃথিবীতে যত মহাপূরুষ এসেছেন সবার বেলায় প্রযোজ্য।



অনেক প্রথিতযশা কবি কিংবা সাহিত্যিকদের আমরা জানি যারা ছদ্মনাম ব্যাবহার করে লিখতেন....ব্লগে কিন্ত আমরা লেখালেখি করি ঘাস কাটিনা।X#.



পিতামাতা কর্তৃক প্রদত্ত নামটি নিয়ে আমি মোটেও লজ্জিত নই বরং গর্বিত..পরিবার কিংবা বন্ধুমহলে আমি সেই নামেই পরিচিত ব্লগ নিকের ক্ষেত্রে নিজের একান্ত ভালোলাগা কোন শব্দ সেটা হতে পারে কোন ব্যক্তি কিংবা বস্তর নাম আমি সহ অনেক সহব্লগারগন ব্যাবহার করেছেন এটা এমন দোষের কিছু নয় যে আসল নাম আর ছদ্মনামের ব্লগারদের মধ্যে একটা বিভাজন তৈরি করছে হবে।

মজার মজার সেই নিক গুলো সাজিয়ে তৈরি করা বেশ কিছু পোস্ট সামুতে দেখেছিলাম এক সময়।



দেশদ্রোহীতার পর্যায়ে পড়ে, উস্কানীমূলক কিংবা কারও ধর্মিয় অনুভুতিতে আঘাত দেবার মত লেখালেখি আসল নাম কিংবা ছদ্মনাম ব্যাবহারকারি কোন ব্লগারের কাছেই কাম্য নয়, অথচ কারো কারো লেখায় মনে হচ্ছে ছদ্মনামিকরা এগুলোই করছে মুখোস (ছদ্মনামের) আড়ালে। এই সামুতে এমন অসংখ্য ব্লগার খুঁজে পাওয়া যাবে যারা ছদ্মনামে চমৎকার লেখেন।



ভালো একটি পোস্টের প্রশংসা বেশিরভাগ সহব্লগাররাই করেন আমি বিশ্বাস করি সেটা তারা পোস্টদাতার পোস্ট দেখে করেন নাম দেখে নন।



আসল নামের কিছু ব্লগার??? (আদতে আসল কিনা প্রমানিত নয়) যারা নামের ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন তাদের বলব বেশি বেশি ব্লগ ভিজিট করুন ভালো লাগা কিংবা মন্দলাগা পোস্টর কমেন্টে জানান, নিজেও চেষ্টা করুন ভালো কিছু লিখতে ব্লগে সেটাই আপনার আসল পরিচয় বহন করবে, অযথা বিতর্ক সৃষ্টি করে তালপুকুর সাজতে যাইয়েন না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ছদ্মনাম নিয়ে কে-কি পোস্ট দিসিলো ? আমি দেখিনাই।
ছদ্মনামে আমি কোন সমস্যা দেখিনা ||

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

সাইলেন্স বলেছেন: ৩ নং কমেন্টে ১টা লিংক দিলাম এমন পোস্ট আরও আছে...অনেকেই ছদ্মনামে সমস্যা দেখতে পাচ্ছন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

পাঠক১৯৭১ বলেছেন: ব্লগিং শুরু হয়েছে পশ্চিমে প্রথম; ওখানে সবাই 'নিক'(user ID) ব্যবহার করে আসছে। ব্লগার রাজিব হত্যার পর, বাংলাদেশে আসল নাম দেয়া বিপজ্জনক।

যারা যারা নাম দিয়ে ব্লগিং করে, তারা ইচ্ছা করলে পিতার নাম ও ঠিকানা দিয়ে করুক; কারো আপত্তি থাকার কথা নয়!

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

সাইলেন্স বলেছেন: ভয় থেকে যে ছদ্মনাম ব্যাবহার করছেন এটা সিওর না আমি তবে যারা ফ্লাশার তারা হোল্ডিং নাম্বার দিতে পারে কেও আপত্তি করছেনা।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

সাইলেন্স বলেছেন: Click This Link

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আসল নাম বা ছদ্মনাম কোনটাতেই খারাপ কিছু দেখিনা। দোষ দেখি ভাল পোস্টের উপর যখন খারাপ খারাপ কমেন্ট আসে তখন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

সাইলেন্স বলেছেন: আপনার সেই পোস্ট টা দেখছি।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

সোহেল রনি বলেছেন: লেখাটাই আসল লেখকের নাম যাই হোক। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.