নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌলবাদীরা নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

আমাদের এই দেশটা একদিন বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে এটা দেখে মরতে চাই।

সাইলেন্স

শিমুল মুস্তাফার আবৃতি ভালোলাগে, ভালোবাসি ঘুরতে । চাকরি ভালোলাগেনা যদিও সেটাই করি ।

সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

পথ শিশু দের জন্য আমরা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

২০০৭ সালের ২৩শে জানুয়ারী।

প্রচন্ড শীত চারিদিকে, সোয়েটার টা গায়ে চাপিয়ে প্রতিদিনের মত ধূপখোলা মাঠে বসে ক্রিকেট খেলা দেখছি। খেলায় চরম উত্তেজনার চলছে, সে সময় হঠাৎ লক্ষ করলাম মাঠের এক কোনে টোকাই টাইপের দুটো ছেলে ক্রিকেট খেলছে, আদতে সেটাকে ক্রিকেট খেলা বলা মনে হয় উচিত হবে না, ব্যাট বলতে একটা পাতলা কাঠের টুকরা, হাতলের দিকটা চিকন করে কেটে নিলে ধরতে সুবিধা হয় তারা সেটাও করে নি।
বল বানিয়েছে একটা অল্প বয়স্ক জাম্বুরা দিয়ে। হাস্যকর বিষয়ে পরিনত হচ্ছে ব্যাট দিয়ে বলকে আঘাত করার চেষ্টা।

বাচ্চা দুটোকে ডাকলাম।

মৃদু পায়ে দুজন এসে দাড়ালো আমার পাশে, খেলায় ব্যাঘাত ঘটায় চরম বিরক্ত।

প্রশ্ন করলাম "কিরে এই গুলা দিয়ে কি ক্রিকেট খেলা যায় ?"

আব্বারে ব্যাট কিনে দিতে কইছিলাম দেইখ্যা খুব পিটাইছে ? ছোট প্লেয়ারটি উত্তর দিল।

এরা দুই ভাই।

ব্যাটের দাম কত ?

বড় ভাই - ১৫০ টাকা।


চল তোদের কে একটা ব্যাট কিনে দেই।

চরম অবিশ্বাসী চোখে দুই ভাই তাকিয়ে রইলো আমার দিকে ।

স্টিকার লাগানো নতুন ব্যাট আর লাল স্কচটেপ দিয়ে প্যাচানো বল হাতে নিয়ে দুই ভাই হতভম্ভ হয়ে গেল।

মানস চোঁখে দেখতে পাচ্ছিলাম ছোট বড় দুই ভাই আজ ব্যাট টাকে জড়িয়ে ধরে রাতে ঘুমানোর জন্য মারামারি করছে।


পরের দিনটা আমার জন্যে সবচেয়ে বিশ্ময় নিয়ে এসেছিলো, বিকেলে মাঠে গিয়ে দেখি যথা নিয়মে দু'ভাই নতুন ব্যাট বল নিয়ে খেলায় মগ্ন, আমাকে দেখে এক দৌড়ে কাছে এসে হাজির।

"মামা এদিকে আসেন" এরা আমাকে মামা বলে ডাকতে আরম্ভ করেছে।

ছোট ভাইটা একটা প্লাস্টিকের বক্স এনে আমাকে দিয়ে চকচকে চোখে বলল "মামা খান"।

ময়লা ধরা প্লাস্টিক বক্সের মাঝে তেলে ভাজা কয়েকটি পিঠা। ছোট্ট দুটা বাচ্চা চরম আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে অপেক্ষায় আছে কখন একটা টুকরা মুখে দেব।অজানা উপকারীর জন্য কিছু করার আকুতি তাদের মাঝে প্রবল।

ময়লা চিটচিটে বক্সের সেই পিঠা আমি পরম তৃপ্তি নিয়ে খেয়েছিলাম, মায়ের হাতের অনেক স্বুশাদু পিঠা খেয়েছি তবুও সেদিনের খাওয়া পিঠা আমার স্মৃতিতে অলাদা একটা স্থান দখল করে আছে।

দুটো পথশিশু আমাকে মাত্র ১৮৫ টাকার বিনিময়ে একটা স্মরনীয় দিন উপহার দিয়েছিল।



সেদিন ওদের কে ব্যাট বল কিনে দিতে আমার মাত্র ১৮৫ টাকা খরচ হয়েছিলো।



অট : আমার বন্ধুপ্রতিম ছোট ভাই বোনেরা পথশিশুদের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এগুচ্ছ, আগামী ২৮শে মার্চ টি, এস সিতে তাদের প্রথম উদ্দ্যোগের সফলতা কামনা করছি।

লেখাটা সেই মহৎ উদ্দোক্তাদের কে উৎসর্গিত।






মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


পড়ে খুশী হলাম।

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সাইলেন্স বলেছেন: আপনি খুশি হয়েছেন জেনে আমারো ভালো লাগলো।

আ ট : কেমন আছেন ? মাঝে কিছুদিন ব্যাস্ত ছিলেন নাকি?

২| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মতো অনেকেই এগিয়ে আসবে এদের সাহায্যার্থে।

ব্যক্তিগত ভাবে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সাইলেন্স বলেছেন: আমিও সেটাই আশা করি। দ্যাখেন খুব বেশি পরিমান লোক কে সাহায্য হয়তো একার পক্ষে সম্ভবনয়। সবাই যার যার অবস্থান থেকে সামান্য কিছু করলেই ব্যাপক পরিবর্তন আসবে।

সুন্দর মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি। না, ব্যস্ত ছিলাম না; শরীর খারাপ ছিল; এখন ভালো।

আপনার কাজকর্ম কেমন চলছে?

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১০

সাইলেন্স বলেছেন: এখন ভালো আছেন জেনে খুশি হলাম।

ফেসবুকে আপনার কোনো আই, ডি আছে ?

আমার কাজকর্ম ভালো চলছে।

৪| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


না, ফেসবুকে আইডি নেই।

আপনি কি আইটি'তে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.