নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌলবাদীরা নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

আমাদের এই দেশটা একদিন বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে এটা দেখে মরতে চাই।

সাইলেন্স

শিমুল মুস্তাফার আবৃতি ভালোলাগে, ভালোবাসি ঘুরতে । চাকরি ভালোলাগেনা যদিও সেটাই করি ।

সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

একটি টিভি ক্রয়ের গল্প

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

২০১০ সাল। নয়া চাকরি পাইছি, সারাদিন অফিসের কাজ সেরে রাতে বাসায় ফেরার পর যে সময়টুকু হাতে থাকতো সেটকু কাটানোর জন্য একটা টিভি কেনার জন্য মনস্থির করলাম। বলাবাহুল্য বাজেট খুব সামান্য ছিলো।

একজন পরামর্শ দিলো গুলিস্থান আন্ডারগাউন্ড মার্কেটে কম দামে টিভি পাওয়া যায়। সময় করে গেলাম একদিন। ঘুরতে ঘুরতে একটা টিভি পছন্দ হয়ে হয়ে গেল। ব্রান্ডের যায়গায় স্যামসাং লেখা। দোকানিকে বললাম আপনি কি স্যামসাংয়ের ডিলার ? একগাল হেসে দোকানি বলল "গুলিস্থানের যতগুলা টিভির দোকান দেখতেছেন সব গুলা দোকান পৃথিবীর যত নামিদামী ব্রান্ড আছে তার ডিলার"।

আমি তো পুরাই স্পিকার হয়ে গেছি ক্যামনে কি ? উত্তরটা অবশ্য পেয়ে গেলাম কিছুক্ষনের মধ্যেই।

দোকানদারদের স্টকে সবগুলো ব্রান্ডের মনোগ্রাম আছে।

দোকানি হাসতে হাসতে বলল "মামা টিভি তো কিনলেন ব্রান্ড কি স্যামসাং থাকবো না কি প্যানাসনিক বানায়ে দিব ?"

আপনি বরং আমাকে কয়েকটা মনিগ্রাম দিয়ে দেন মাঝে মাঝে নিজেই পাল্টায়ে নিবো।

১০,০০০ টাকায় কেনা ২১" কালার টেলিভিষনটা সার্ভিস খারাপ দেই নাই।

গত ১০.০৯.২০১৫ খিলক্ষেতের জ্যামে বসে পিক আপ ভর্তি টিভি সেট দেখে পুরনো কথা মনে পড়ে গেল।

ছবি দেখে কেউ আমাকে বলতে পারবেন এই টিভিগুলো কোন ব্রান্ডের।







মোরাল অফ দ্যা স্টোরি-বেশিরভাগ নকল টিভির কার্টনে কোন ব্রান্ডের নাম থাকেনা।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

বিজয় নিশান ৯০ বলেছেন: ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

সাইলেন্স বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: ছবিটা ঝুম করেও নাম উদ্ধার করতে পারলাম না !! :(

মোরাল অফ দ্যা স্টোরি - বেশিরভাগ নকল টিভির কার্টনে কোন ব্রান্ডের নাম থাকেনা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

সাইলেন্স বলেছেন: পিকাপে করে খালি ক্যাসিং নিয়ে আসে পরে ভেতরে পার্টস সেট করে, ছোট খাটো কোন লোকাল ব্রান্ড করার চেষ্টা না করে আছে লোক ঠকানোর ধান্দায়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

ঢাকাবাসী বলেছেন: এত দুর্ণীতিবাজ দেশ দুনিয়াতে আর একটাও নেই!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

সাইলেন্স বলেছেন: আসলেই।
আমরা কবে ভালো হবো?

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

থিওরি বলেছেন: সব ভেজাল। কিছুদিন আগে বসুন্ধরা সিটি থেকে পুলিশ দশ হাজার রেপ্লিকা সেট জব্দ করেছে, যা ক্রেতাসাধারণের কাছে আসল বলেই বিক্রি করা হত। নকলের দুনিয়ায় নকল কেনাই বুদ্ধিমানের কাজ। পূর্ণ দাম দেবার পরও যখন নিশ্চয়তা নাই, তখন অল্পদামে রেপ্লিকা কিনে নেওয়ায ভাল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

সাইলেন্স বলেছেন: মনের কথা বলেছেন।

এত ভেজাল চারিদিকে ! দাম দিয়ে জিনিস কিনেও নিশ্চয়তা নেই, আসল নকল বোঝায় যায় না।
জেনে বুঝে অল্পদামে রেপ্লিকা কিনে যদি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তবুও সান্তনা পাওয়া যায়।


ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: চায়নায় থাইকা বুঝছি কপি কারে কয়। যা চাইবেন যেমনে চাইবেন যে দামে চাইবেন তেমনেই পাইবেন। কিন্তু কিনলে ভালো জিনিস কেনা ভালো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সাইলেন্স বলেছেন: আমার এক বন্ধুর কাছেও চায়না সম্পর্ক এমনটা শুনেছি, নাম্বার ওয়ান কপিবাজ ওরা।

অল্প বাজেটের লোকের জন্য এটাও এক প্রকার শান্তনা। চায়ের দোকানগুলো দেখেন।বেশির ভাগই নকল টিভি, তার পরেও ওরা সন্তষ্ট, দামে কম হলেও একটা কালার টিভি তো আছে দোকানে।

অনেক ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


রাস্তায় মানুষ ঘুরছে, দরকার মতো নিজেদের ব্রান্ড বদলায়ে 'পুলিশ', বা র‌্যাব হয়ে যাচ্ছে; সামান্য টিভি এমন আর কি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

সাইলেন্স বলেছেন: কথা মন্দ বলেন নাই। রাস্তায় মানুষ ঘুরছে, দরকার মতো নিজেদের ব্রান্ড বদলায়ে 'পুলিশ', বা র‌্যাব হয়ে যাচ্ছে মানুষ ধরে গুম করে দিচ্ছে।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১১

রূপা কর বলেছেন: কার্টনে নাম নাই :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

সাইলেন্স বলেছেন: আমিও অনেক খুজছি, নাই ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

কানাই স্যার বলেছেন: খাওয়াইন্যা জিনিস তো আর নয় যে নকল হলে সমস্যা, এসব জিনিস যদি চলে তাহলেই হলো। নকল কিসে? এইটাই আসল। ব্যান্ড ব্যবসার কথা কইয়েন না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

সাইলেন্স বলেছেন: খাওয়ার জিনিস নকল হচ্ছে কিনা জানি না বাট ভেজাল হচ্ছে বলে শুনি । কম দামে নকল জিনিস অনেকেই কিনছে, নিম্নবিত্তরা জেনে বুঝেও কিনছে।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: আন্ডার গ্রাউন্ডের দোকানদাররা খালি দুই নম্বরই নয় চোরও বটে। আমিও একবার ধরা খাইছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

সাইলেন্স বলেছেন: এই জন্যেই এরা আন্ডার গ্রাউন্ডে ব্যাবসা করে হাহাহা।

লিখে ফেলুন না আপনার অভিজ্ঞতা। আপনার লেখার চরম ভক্ত এই অর্বাচিন।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

মাঘের নীল আকাশ বলেছেন: চোরে ভর্তি হয়ে গিয়েছে স্বদেশ!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

সাইলেন্স বলেছেন: দেশটা চোরের হাটবাজার হয়ে গেছে, দেখার কেউ নাই ।

১১| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪২

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: মনে করছিলাম আপনে মার্চেন্ডাইজার, তাই আপনার hans245 দিয়ে খুজতে গিয়ে দেখি অন্য লোক...............
https://www.facebook.com/hans245

১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৩৯

সাইলেন্স বলেছেন: অধম একজন মার্চেন্ডাইজার।

বলুন কি হেল্প করতে পারি ।

১২| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪৩

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: ektu help dorkar silo......... if u r a merchandiser...

১৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনার কথা মনে আসছিল মাঝে মাজে

১৬ ই মে, ২০১৬ সকাল ১০:০০

সাইলেন্স বলেছেন: এত ব্যাস্ত যে সময় করে লগ ইন করতে পারি না।
তাই বলে ভাববেন না আপনার পোস্ট পড়ি না।
লগ ইন না করেই পড়ি।
আপনার পোস্ট পড়ার জন্যই একবার হলেও ব্লগে আসি।

১৪| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


আপনার নিকের যথার্ততা প্রমাণিত হয়েছে

১৬ ই মে, ২০১৭ সকাল ৮:২৮

সাইলেন্স বলেছেন: চুপ হয়ে গেছি তাই ?

১৫| ১৬ ই মে, ২০১৭ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



একেবারেই চুপ।

আপনার নিজস্ব একটা ভালো স্টাইল আছে, লিখুন।

১৬| ১৬ ই মে, ২০১৭ সকাল ৮:৩৯

রানার ব্লগ বলেছেন: বাজারে যত ব্রান্ড দেখেন ১-২ টা বাদে বাকি সবি ছাপ্পা মারা ব্রান্ড !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.