![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকসহ ওয়েবসাইট ঘাঁটাঘাটির জন্য আর খরচ করে ইন্টারনেট কানেকশন নিতে হবে না। ফেসবুক অ্যাপে ক্লিক করেই ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব হবে। মার্ক জুকারবার্গের কল্যাণে টাকা খরচ করে আর সাইট ঘাঁটতে হবে না বিশ্বকে। সেই ব্যবস্থা করতে চলেছে
ফেসবুকের কর্মকর্তারা। মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের পর জুকারবার্গ কিনতে চলেছেন চালকবিহীন বিমান বা ড্রোন। আর এই ড্রোনের মাধ্যমেই ফেসবুক বিশ্বজুড়ে কোনো খরচ ছাড়াই ইন্টারনেট পরিষেবা দিতে চাইছে।
সূত্র জানায়, ফেসবুক ১১ হাজার ড্রোন তৈরি করবে৷ আর সেগুলো আকাশে উড়বে সৌরশক্তির মাধ্যমে। তার থেকেই মোবাইলে, ল্যাপটপে এবং ডেক্সটপে পৌঁছে যাবে ইন্টারনেট কানেকশন। ফেসবুকসহ ওয়েবসাইট ঘাঁটাঘাটির জন্য আর খরচ করে ইন্টারনেট কানেকশন নিতে হবে না।
আমেরিকার একটি জনপ্রিয় ওয়েবসাইট জানাচ্ছে, সৌরশক্তিতে আকাশে উড়ে চলা চালকবিহীন বিমান বা ড্রোন নির্মাণ সংস্থা টাইটান অ্যারোস্পেস কিনতে চলেছে জুকারবার্গের ফেসবুক৷ পাকা কথা প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু চুক্তির পর্বটা বাকি।
প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, ফেসবুক ড্রোন নির্মাণ সংস্থাটি কিনছে নিঃখরচে ইন্টারনেট পরিসেবা দেওয়ার জন্য। বিশেষ করে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকা প্রথম লক্ষ্য ফেসবুকের। তারপর বিশ্বের কোণে কোণে পৌঁছে যাবে খরচহীন ইন্টারনেট পরিসেবা।
View this link
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৮
মাঘের নীল আকাশ বলেছেন: "জুকারবার্গ কিনতে চলেছেন চালকবিহীন বিমান বা ড্রোন"
"ড্রোন নির্মাণ সংস্থা টাইটান অ্যারোস্পেস কিনতে চলেছে জুকারবার্গের ফেসবুক"
কোনটা ঠিক? উল্টাপাল্টা কি কন???