![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেন্নাই সিল্কের এই শাড়ির মূল্য ১ লাখ ডলার, ওজন ১৫ পাউন্ড। শাড়িটিতে ভারতীয় শিল্পী রাজা রবি ভার্মার লেডি মিউজিশিয়ানস পেইন্টিংয়ের ছাপ রয়েছে। এতে হাতের কারুকাজ ছাড়াও সোনা, ডায়মন্ড, প্লাটিনাম, রুপা, রুবি, এমারেন্ড ব্যবহার করা হয়েছে। শাড়িটি তৈরি করতে বেশ কয়েকজন কারিগরের মোট সময় লেগেছে ৪ হাজার ৬৮০ ঘণ্টা আর এ কাজটি করা হয়েছে শুধু গিনেস বুকে নাম তোলার জন্যই।
১৭৭৬ সালে ঢাকায় তৈরি জামদানির মূল্য ছিল ৪৫০ টাকা যা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় ছিল।
অফটপিক:
কয়েক বছর আগের ঈদের ঘটনা। ইষ্টার্ণ প্লাজায় এক শাড়ী বিক্রেতা ৪০০০ টাকায় কেনা একটা শাড়ি ৭৫০০ টাকা দাম চেয়ে ঝুলিয়ে রেখেছেন। দীর্ঘ ২ সপ্তাহেও নাকি সেটা বিক্রয় হয়নি। তিনি শেষে রাগ করে ২১০০০ টাকা দাম লিখে ঝুলিয়ে দিয়েছেন। পরের রাতেই একজন সেটা কিনে নিল!
২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫
দেশের পোলাপাইন বলেছেন: কথা সত্য.........
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ২:৫১
আমি মাসুদ বলেছেন: বউকে কিনে দিব ।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৫:৪৯
অন্ধকারের রাজপুত্র বলেছেন: দেখেতো আহামরি কিছু মনে হচ্ছে না ! :-<
এটার চেয়ে আমার মায়ের হাজার/পনেরোশো টাকার সুতি কাপড়গুলি আরো বেশি সুন্দর ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অফটপিকঃ হা হা হা। বাংলাদেশের মানুষ অনেক ধনী