![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত ও নেই কোনখানে ।
[
'এ ভরা ভাদরে, মাহে ভাদরে শূন্য মন্দির মোর' --- সেই চর্যাপদ থেকে শুরু করে তীব্র আধুনিকতা--- 'চুম্বনে যদি সন্তান হতো তবে আজ তুমি জননী হতে' ---আমার কবিতা পড়ার মুগ্ধতা । এই ভয়াব হ মুগ্ধতার জন্য ই বোধ করি নিজে আর সাহস করিনি কবিতা লেখার ।
বছর দুয়েক আমি বন্দী ছিলাম মেঘ পাহাড়ের দেশ শিলং এ । [ইংলিশ]গবমযধষধুধ-- ডযবৎব পষড়ঁফবং পড়সব ঃড় ুড়ঁৎ যড়সব[/ইং িলশ] ।কবিতা ছিল সে সময়ে আমার উজ্জ্বল উদ্ধার ।
শিলং ইংলিশভাষী শহর । বাংলা পেতাম না । চলে যেতাম 90 মাইল দূরে গৌহাটি তে ।
সে সময়েই আমার প্রথম বিনয় মজুমদার পড়া ।
webq gRyg`vi ]
খুব প্রিয় একজনের দেয়া ডায়েরীতে লিখে রাখতাম ভালো লাগা কবিতাগুলো ।
আজ অন্ত:ত বছর সাতেক পর ডায়েরীটা পড়ছি আবার ।
বিনয় মজুমদারের বেশ কটি কবিতা ।
ইচ্ছে হলো লিখে রাখি ব্লগের পাতায়
*********************************
[গাঢ়] একটি উজ্জ্বল মাছ [/গাঢ়]
একটি উজ্জ্বল মাছ একবার উড়ে
দৃশ্যত: সুনীল কিন্তুপ্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে
পুনরায় ডুবে গেল--এই স্মিত দৃশ্য দেখে নিয়ে
বেদনা গাঢ় রসে আপক্ব রক্তিম হল ফল ।
বিপন্ন মড়াল ওড়ে, অবিরাম পলায়ন করে,
যেহেতু সকলে জানে তার সাদা পালকের নীচে
রয়েছে উদগ্র উষঞ (!) মাংস আর মেদ;
স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে;
সমস্ত জলীয় গান বাস্পীভূত হয়ে যায় তবু
এমন সময়ে তুমি, হে সমুদ্্রমৎস্য, তুমি...তুমি...
কিংবা দ্যাখো,ইতস্ত:ত অসুস্থ বৃক্ষেরা
পৃথিবীর পল্লবিত ব্যাপ্ত বনস্থলী
দীর্ঘ দীর্ঘ ক্লান্তশ্বাসে আলোড়িত করে ;
তবু সব বৃক্ষ আর পুস্পকুঞ্জে যে যার
ভূমিতে দূরে দূরে
চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা ।
*******************************
1।(!) বানান ভূল আছে ।
2।ছবিটা আমাদের শহরের ।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:৫১
অতিথি বলেছেন: ষ্ণ লিখতে হইলে বিজয় সিলেক্ট করে সিফট এন, জি সিফট বি চাপলেই হবে।
কবোষ্ণ
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:০৬
হযবরল বলেছেন: ফিরে এসো চাকা বইটা উলটালেই এই কবিতাটায় একবার চোখ আটকে যায়। একটা ছেনী পেলে বুকের গভীরে কবিতাটা খোদাই করতাম। ভাল লাগল, ভীষণ ভাল।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৫৪
অতিথি বলেছেন: বিনয় মজুমদারের কবিতায় উষ্ণতা আছে .....বলতেই হয়!
প্রশংসাযোগ্য পোস্ট।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২৫
অতিথি বলেছেন: ভুট্টা সিরিজের কিছু দেন
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৪৫
অতিথি বলেছেন: আজ আমার মাথা থেকে হুমায়ুন আজাদ যাচ্ছেনা,
বিনয় মজুমদারের কবিতা পড়েও হুমায়ুন আজাদের কথা আবার মনে পড়লো। কেন, কে জানে?
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৩৩
অঃরঃপিঃ বলেছেন: বিনয় মজুমদার হইল হুমায়ুন আজাদের আরেকটা আইডি। ওই নামেই ব্লগাইতো
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৩৯
অতিথি বলেছেন: অ:র:পি: সঠিক !
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:২৬
অতিথি বলেছেন: প্রিয় রাসেল(........)
মরাল ই তো হবে । জানি ও তাই । তবু লিখতে গিয়ে ভূল ।
আর আমি বিজয়ে পারিনা । ফোনেটিকে লিখি । ফোনেটিকে কি করবো , বলবেন?
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:২৯
অতিথি বলেছেন: হযু,বাকী বিল্লাহ,সাধক ও অ:র:পি ও জলিল ভাই::
ধন্যবাদ পড়ার জন্য ।
সাধক:: ভূট্রা আসিতেছে!!!
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৩
অতিথি বলেছেন: নাহ বিনয় মজুমদারের কবিতার সাথে যদিও আমার অনেকটা সময় কেটেছে তবু মনে হয়েছে আরো ভালো হতে পারতো তার কবিতা।
ঠিক পছন্দ করে নয় জাতীয় সাহিত্য প্রকাশনী 60 টাকার বই 20 টাকায় ঝেড়ে দিচ্ছিল বলে কিনে এনেছিলাম বিনয় মজুমদারের শ্রেষ্ঠ কবিতা। আবৃত্তি করতে বেশ ভালো লাগতো।
আর প্রতিভাবানের পাগলামির বিষয়গুলোও মজাদার মনে হতো। ভুট্টা, তেলমাখানো ইত্যাদি শব্দকল্প ব্যবহার করে সঙ্গমের বিশদ বর্ণনার জায়গাগুলো বেশ কৌতুকময় ছিল।
তবে তার একটা বাক্য আমার মাথায় এখনও ঘুরে। সে বাক্যটির জন্য মাথায় একটি চিত্রনাট্য তৈরি করেছিলাম। সুযোগ পেলে নিশ্চয়ই একদিন বাক্যটা ব্যবহার করবো:
"বৃষ্টিপতনের শব্দ কখনও গোপন থাকে না,
আমি আমার জীবনে যত বৃষ্টিপাত করেছি, গোপন থাকেনি।"
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৭
অতিথি বলেছেন: কি আর করা বলেন?
সবার তো আর সুনীলিয় কপাল নয় ।
নীরা , যমুনা ঘেঁটে স্বাতীর হাত ধরে সবাই তো আর কলকাতার শেরিফ হয়না ।
কেউ কেউ গায়ত্রীর প্রেম ভূলতে না পেরে পাগল হয়, হয় বিনয় মজুমদার ।
হয়তো ঠিক, ভালো হতে পারতো । আরেকটু গোছানো । আরেকটু ভালো ।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:১০
অতিথি বলেছেন: সবার তো সুনীলিয় কপাল নয়, এই মন্তব্য লিখে উদাস করে দিলেন হাসান।
বিনয়কে ভালবাসিতো। কবিতা পড়েই ভালবাসি। কত আলাদা তার কণ্ঠস্বর। কত উজ্জ্বল তার ভাবনাগুলো।
ভীষণ প্রতিভাবানদের ই.কিউ খারাপ থাকে। ইমোশনাল ব্যালেনসটা বজায় না রাখতে পারাটা একটা বড় ধাক্কা হয়ে আসে জীবনে।
কিন্তু শেষ পর্যন্ত, সৃষ্টি দিয়েই বিচার করতে হয় স্রষ্টাকে, সবাই করে। নেপথ্য শানে-নজুল বোদ্ধারা ছাড়া কেউ মনে রাখে না।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৯
অঃরঃপিঃ বলেছেন: সহমত শোহেইলভাই
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:২৯
অতিথি বলেছেন: দাদা, এটা হোয়াইট হ্যাভেনের ছবি?
আগে বলবেন না! এইবার দেখি আমার আপনার এখানে আসা কে ঠেকায়!
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৩২
অতিথি বলেছেন: বাই দ্যা ওয়ে, এখানে কি ভুট্টা নিয়ে চাষের কথা হচ্ছে? আমি ভুট্টা বড়ই ভালো পাই।
কাঁচা ভুট্টা না, ঐ যে ভ্যান গাড়িতে পুইড়া পুইড়া বেঁচে যে, ঐগুলা!
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:১৬
অতিথি বলেছেন: ধুসর...
হুম! এটা হোয়াইট হেভেন হারবার ।
নেক্সট সামার এ চলে আয় ।
আর ইয়ে ভুট্রা বিষয়ক যাবতীয় ব্যাপার স্যপার বিনয় মজুমদার আর আমাদের সাধু বাবার !
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৯
অতিথি বলেছেন: হ যেই ডর দেখাইছেন আপনে আমারে। আমার সন্যাস ব্রত কাইড়া লইতে চান! চিন্তায় আছি হোয়াইট হেভেনে আসলেও আপনেরে জানামু কিনা
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:৪৯
অতিথি বলেছেন: মরাল হওয়ার কথা,
আর