নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!ইকারুস!

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

হাসান মোরশেদ


পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত ও নেই কোনখানে ।

হাসান মোরশেদ › বিস্তারিত পোস্টঃ

জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি?

১১ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:২০

[ইটালিক]

আমরা ব হু নামে ধরা ধামে

কতোই রকমে ডাকি

জানিতে চাই দয়াল

তোমার আসল নামটা কি?



দয়াল কেউ তোমায় বলে ভগবান,

আবার গড বলে কেউ করে আহবান ,

তোমায় কেউ খোদা,

কেউ যীশু কেউ কয় পাপিয়ান ।



আমরা সর্ব শাস্ত্রে শুনিবারে পাই,

দয়াল তোমার পিতামাতা নাই

তোমার নামকরন কে করেছে সাঁই

বইসা ভাবি তাই ....



তুমি নামে কি অনামে গো সাঁই

আমরা তার বুঝিবো কি?

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

[/ইটালিক] ***********************************



বিজয় সরকারের গান ।

বিজয় সরকার প্রথম কবে শুনেছিলাম এখন আর মনে করতে পারছিনা ।

যদি ভূল না হয় , আমার শোনা বিজয় সরকারের প্রথম গানের ক'টা লাইন ছিলো:

[ইটালিক]

কেউ বলে আছে খোদা

কেউ বলে নাই

আমি বলি থাকলে থাকুক

না থাকিলে নাই ।

[/ইটালিক]



কার কাছে শুনেছিলাম ?

একটা সময় পর্যন্ত গ্রামের সাথে যোগাযোগ ছিলো । অন্ত:ত প্রতি বৈশাখে যাওয়া হতো , সুনামগঞ্জের ভাটি অঞ্চলে নানা বাড়ীতে ।

আমার এক নানা ছিলেন বাউল । শিল্পী শফিকুন্নুর । বাড়ীর উঠোনে তার আখড়া । সন্ধ্যেবেলা বসতো আসর । পাশের গ্রাম উজান ধল থেকে আসতেন শাহ আব্দুল করিম ।



না তখনো হুমায়ুন আহমদ আর ঢাকার রাক্ষস রা তার হাড় চিবোনো শুরু করেনি , রাজধানীর স্যারেরা তার নামই জানতেন না হয়তো । তবুআব্দুল করিম ভাটি অঞ্চলের লক্ষ মানুষের কাছে সেলিব্রেটি অনেক আগে থেকেই ।

এমনকি শেখ মুজিবুর রহমানকে ও 70 এর নির্বাচনে ভাটি বাংলায় গিয়ে ভোট চাইতে হয়েছিল -- আব্দুল করিমকে সাথে নিয়ে!



যা হোক হয়তো ওঁদের কারো কাছেই শুনেছিলাম ।



প্রবাসে নেট ভরসা ।

খুঁজছিলাম বিজয় সরকারের কোন গান পাই কিনা ।

এবং পেয়ে গেলাম ।

আগ্রহী কেউ শুনতে পারেন : [link|http://www.esnips.com/doc/99cd771c-9282-4564-80e4-b6b612f956ac/doyal-tomar-asol-nam-ta-ki.mp3| weRq miKv

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫১

সুর বাংলা বলেছেন: বেকুব

২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫১

সুর বাংলা বলেছেন: দয়ালের নাম

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪৫

অতিথি বলেছেন: হ !
ইয়া-কুব ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৩৫

অতিথি বলেছেন: বেশ মজার গান।

অনেক গানের লিরিক পড়তে, মূল গানটা শোনার চেয়ে উপভোগ্য। এইটার উলটা। লিরিকের চাইতে মূল গানটা অনেকগুন উপভোগ্য।

ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৩৯

অতিথি বলেছেন: পরিচিত গান । সেরম । ফাটাফাটি ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:২০

অতিথি বলেছেন: সাদিক:
ঠিক । গায়কী ঢং টাই এ গানের মুল উপভোগ্য । তবে গানের কথা গুলো ও কিন্তু ।

চৌধুরী সুমন:
কালেকশনে কি আছে আর বিজয় সরকার?

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৯

মুড়িওয়ালা বলেছেন: লালনের একটা গান আছে এইরকম,

তুমি আল্লাহ নাকি গড, ভগবান?
কি নামে করি আহবান?
কি সুরে তোমার গুণ গাই?
দয়া করে বল একবার জগৎসাঁই।

এইটাও দারুন লাগলো।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৭

অতিথি বলেছেন: হাসান মোরশেদ,
ধন্যবাদ। চমৎকার কথা - "...থাকলে থাকুক না থাকলে নাই।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.