![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মানুষ হয়ে জন্মাই না, জন্মের পর একটু একটু করে মানুষ হই । । ।
২০১৩ সালে আমরা বলি- ১৯১৩ সালে বাংলার মানুষগুলা কি বোকাই না ছিল, দেশের ভালর জন্য বাংলা ভাগ করা হইল, অথচ কিছু নেতা (!!) কহিলেন- মানিনা (যদিও ১৯৪৭ এ ঠিকই মানিয়াছিলেন!!), হইয়া গেল বঙ্গভঙ্গ রদ (১৯১১সালে) আর কেউ কিছু কহিল না, এবং যার যার মত সুখে-শান্তিতে ঘর করিতে লাগিল ।
.
২১১৩ সালের বাঙ্গালীরা ঠিক তেমনিভাবে বলবে- ২০১৩ সালের বাংলার মানুষগুলা কি বোকাইনা ছিল, কোন এক দল সাংবাদকিদের ডাকিয়া কহিত- অমুক তারিখ “হরতাল”। অমনি সবাই মানিয়া লইত, হরতাল সফল করিতে যত কাজকারবার ছিল ‘অনিবার্য কারণবশত’ সব স্থগিত করিয়া দিত, বিশেষ করিয় জাতি নির্মানের কারখানাগুলা (স্কুল, কলেজ, ভার্সিটি) শিরোধার্য বলিয়া তাহা মানিয়া লইত।
.
বি: দ্র: এদেশে হরতাল হইলে ছাত্রদের ‘ক্লাস না করার’ সুবর্ণ সুযোগ কিংবা ট্রেন্ড টা যদি না থাকিত, হরতাল কোনদিনও সফল হইতে পারিত বলিয়া মনে হয় না।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
খাটাস বলেছেন: কি বুঝাইতে চাহিলেন, বুঝাইয়া বলিলে ভাল হয়।