![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মানুষ হয়ে জন্মাই না, জন্মের পর একটু একটু করে মানুষ হই । । ।
দেশের অন্যতম মেধাবীদের চারণভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার খুব কাছের ও প্রিয় একটা ক্যাম্পাস। অথচ প্রতিনিয়ত এই ক্যাম্পাসেই যে নোংরামীগুলো ঘটে তাতে সেখানকার ছাত্রছাত্রীদের কোনরকম লজ্জা লাগে কি না জানিনা, তবে দেশের একজন আশাবাদী মানুষ হিসেবে আমি খুব হতাশ হই।
Rag ও প্রেমের নামে চলে বর্বরতা ও নোংরামী। সেসব নতুন করে বলার কোন ইচ্ছা আমার নেই, প্রায় সবাই জানেন।
May be there is no other University in the world where condoms can be found here and there in such way like in JU. And who dont use it they are out of calculation!! শুধু ক্যাম্পাস থেকে তোলা প্রদত্ত ছবিটার দিকে দৃষ্টি-আকর্ষণ করে তাদের বলব- প্লিজ আপনারা নিজের ক্যাম্পাসটাকে এভাবে কামক্ষেত্র বানাবেন না। আমি বিশ্বাস করি- সেখানে এমন অনেকেই আছেন যারা এভাবে প্রকাশ্যে খোলা জায়গায় যৌনতৃপ্তি মেটাতে যান না ও তা ঘৃণা করেন। আপনাদেরই দায়ীত্ব- যে অল্প কিছু মানুষগুলোর জন্য আপনার ক্যাম্পাসের সুনাম নষ্ট হচ্ছে তাদেরকে বাঁধা দেয়ার, তারা যেন নোংরামীর একটা লিমিট বজায় রাখে, আর যদি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়েই ফেলেন তবে কোন হোটেলে গিয়ে যেন নিজের ক্ষুধা মেটায়।
দেশের একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যলয়কে এভাবে কলুষিত করার অধিকার কারো নেই। এমনি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নানারকম সমস্যা, তার ওপর এমন ডিস্-ফেম থাকলে আমার আরো পিছিয়ে যাবো।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০০
নুরুল অমিন বলেছেন: ছুচিলরা হ্যার বিরোধীতা করব। বগুড়ার ঘটনা নিয়ে এজনের সাথে গতকাল কিছু মন্তব্য চালান হয় তার অবস্থা দেখুন -http://www.somewhereinblog.net/blog/sharif_smc4
সারা দেশ যেন অন্ধকার পল্লী।এর বিপক্ষে কথা বললে অধিকারের প্রশ্ন আসে।
বিয়ের মার্কেটে জাবির মেয়েদের রেট অনেক কম। সকলকেই পোড় খাওয়া গণ্য করা হয়।