![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মানুষ হয়ে জন্মাই না, জন্মের পর একটু একটু করে মানুষ হই । । ।
তোমার সৌন্দর্যের অসীমতা
নিয়ে তুমি উদাসীন,
তাই তোমায় নিয়ে
ভাবনা আমার সীমাহীন !
সরলতার বিলাসিতায়
নিত্য তুমি অমলিন,
তোমার সপ্নের মেঘের আড়েই
আকাশ আমার পরাধীন ...
২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫
দিনমণি বলেছেন: ধন্যবাদ ভাই... কবিতার কথা সত্য,
কিন্তু ঘটনা হল কবিতার 'তুমি' টা আসলে কোন একজন মানুষ না, বলতে গেলে 'তুমি' দ্বারা আমার দেশের সব মানুষকে একসাথে বোঝানো হয়েছে।
এখন বলুন তাকে ভুলে যাই কি করে ?!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭
হরিণা-১৯৭১ বলেছেন: কবিতার কথা যদি সত্যি হয়, ভুলে যান তাকে!