![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
গতকাল বিকেল থেকে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখান এবং মৃত্যুদণ্ড চেয়ে শাহবাগে অবস্থান নেয় ব্লগাররা। আজও এই অবস্থান অটুট ছিল।
কিন্তু দুপুরের পর থেকে এর গতি পাল্টাতে শুরু করে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এসে এমন ভাবে অবস্থান নেয়, যেন এই কর্মসূচী তাদেরই। এক পর্যায়ে দুটি আলাদা গ্রুপে পরিণত হয় গোটা এলাকা। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, এই অবস্থান কর্মসূচী এবং গণসংহতি আওয়ামী লীগের দখলে।
যদিও এরই মধ্যে দেশের বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন মিডিয়া এবং সর্বস্তরের হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, রাত ১০টার পর এই কর্মসূচী পুরোপুরি রাজনৈতিক কর্মসূচী হয়ে যাবে এবং সকাল পর্যন্ত এই কর্মসূচী পণ্ড হয়ে যাবে। শাহবাগ এলাকা জনশূন্য হয়ে যাবে (মানে স্বাভাবিক হয়ে যাবে)।
এটা কি আমরা কামনা করতে পারি?
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২
মনোজ মুকুট বলেছেন: এ আন্দোলনের আওয়ামী লীগায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হলে শাহবাগ ছেড়ে দিলে হবে না। শাহবাগেই আমাদের থাকতে হবে বন্ধু।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
এম এ হাসান মাহামুদ বলেছেন: আমরা আছি, আপনারাও আসতে পারেন।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
স্ট্রীটলাইট বলেছেন: চাপাতি লীগের গুতা খেতে ..............
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
অমিয় উজ্জ্বল বলেছেন: EKHANE J KEU ASTE PARE. AWAMILEAGUE ASLE SOMOSSA KI.
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
ফোকাস-০০৭ বলেছেন: কিছু ভাডা করা লোক নিয়া আন্দোলন করতে আইছেন!!!!? হা হা হা
। ব্যপুক বিনুদোন পাইলাম
আন্দোলনটা হৃদয়ের দাবী হতে হয় .
ভাডা করা লোক দিয়া আন্দোলন হয়্না শুধু কিছু তামাশা হয় মাত্র
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আওয়ামীলীগকে তাদের লাগবেই।
তাদের কে চাপে রেখে ফাঁসির দাবি আদায় করবে।
একথা সত্য, আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল কখনোই ফাসি দিবে না, ছেড়ে দিবে।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
নজর হাসান বলেছেন: এ আন্দোলনের আওয়ামী লীগায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হলে শাহবাগ ছেড়ে দিলে হবে না। শাহবাগেই আমাদের থাকতে হবে বন্ধু।
একথা সত্য, আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল কখনোই ফাসি দিবে না, ছেড়ে দিবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
মৃন্ময় বলেছেন: naaaaaaaaaaaaa